Advertisment

'মুখ্যমন্ত্রী জড়িত থাকলে ওঁর বাড়িতেও ED-CBI যাবে', হুংকার সুকান্তর

দুর্নীতি ইস্যুতে রাজ্যের শাসকদলকে তুলোধনা বিজেপি রাজ্য সভাপতির।

author-image
IE Bangla Web Desk
New Update
sukanta majumdar criticizes tmc supremo mamata banerjee

দুর্নীতি ইস্যুতে তৃণমূলকে তুলোধনা সুকান্তর।

মঙ্গলবার সকালে রাজভবনে বঙ্গ বিজেপি নেতৃত্ব। সুকান্ত মজুমদার, অগ্নিমিত্রা পালরা গিয়েছিলেন রাজ্যপাল লা গণেশনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সারতে। পরে রাজভবন থেকে বেরিয়ে দুর্নীতি ইস্যুতে কার্যত বোমা ফাটালেন বিজেপি রাজ্য সভাপতি। তাঁর কথায়, ''প্রশাসনের সহযোগিতা ছাড়া গরু-কয়লা পাচার সম্ভব নয়। মুখ্যমন্ত্রী জড়িত থাকলে ওঁর বাড়িতেও যাবে ইডি-সিবিআই।''

Advertisment

দুর্নীতি ইস্যুতে রাজ্যকে কাঠগড়ায় তুলে ফের সোচ্চার বিজেপি। মঙ্গলবার রাজভবনে রাজ্যপালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গিয়েছিলেন বিজেপির রাজ্য নেতৃত্ব। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের শাসকদলকে তুলোধনা করেন বিজেপি নেতা। সুকান্ত মজুমদার এদিন বলেন, ''তৃণমূলের আমলে বাংলায় দুর্নীতির পাহাড়।''

আরও পড়ুন- আজ ‘খেলা হবে দিবস’, নয়া উদ্যমে পথে নামছে জোড়াফুল

গরু, কয়লা পাচারের মতো ঘটনায় রাজ্য প্রশাসনের একাংশ জড়িত বলে অভিযোগ সুকান্তর। এব্যাপারে বিজেপি নেতার নিশানায় খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী। সুকান্ত মজুমদার বলেন, ''প্রশাসনের সহযোগিতা ছাড়া গরু, কয়লা পাচার সম্ভব নয়। প্রশাসন প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত আছে। মুখ্যমন্ত্রী জড়িত থাকলে ওঁর বাড়িতেও ইডি-সিবিআই যাবে।''

অন্যদিকে, আজ তৃণমূলের 'খেলা হবে' দিবস। রাজ্যজুড়ে তাঁর দলের তরফে আজ মিটিং, মিছিল হবে বলে আগেই জানিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো। গত বছর থেকে ১৬ অগাস্ট দিনটি 'খেলা হবে' দিবস হিসেবে পালনের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে 'খেলা হবে' দিবস নিয়েও তৃণমূলকে এদিন বেনজির কটাক্ষ করেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। মঙ্গলবার দিলীপ ঘোষ বলেন, ''খেলা তো শুরু হয়ে গিয়েছে। আমরাও তো দেখব এবার কী খেলা হয়। দুটো গোল তো খেয়েছে। তিন নম্বর হলেই চিত।''

Mamata Banerjee dilip ghosh Cow Smuggling Sukanta Majumder WB SSC Scam
Advertisment