Advertisment

Sukanta Majumder-TMC: 'সাংসদ জীবন শেষ, অসুস্থতার অভিনয় করছেন সুকান্ত মজুমদার', পালটা তোপ তৃণমূলের

TMC Shantanu Sen: বিজেপি রামচন্দ্রের মত দেবী সরস্বতীকে নিয়েও রাজনীতি করছে বলেই অভিযোগ করেছেন তৃণমূলের চিকিৎসক নেতা। তৃণমূল নেতার এই অভিযোগের কারণ, বুধবার সুকান্ত মজুমদার ইছামতীর পাড়ে সরস্বতী পুজো করেন।

author-image
IE Bangla Web Desk
New Update
Sukanta Majumder, Shantanu Sen

Sukanta-Shantanu: পুলিশের গাড়িতেই তুলে নেওয়া হয় অচেতন সুকান্ত মজুমদারকে। (ছবি- স্ক্রিনগ্যাব)

TMC's Shantanu Sen on BJP's Sukanta Majumder: অভিনয় করছেন সুকান্ত মজুমদার? রাজ্য বিজেপি সভাপতির টাকিতে অসুস্থ হয়ে পড়া নিয়ে কিন্তু এমনটাই প্রতিক্রিয়া তৃণমূলের। দলের সাংসদ তথা পেশায় চিকিৎসক ডা. শান্তনু সেন বলেন, 'আমার মনে হয়, সাংসদ জীবন অচিরেই শেষ হবে উপলব্ধি করে, তিনি ভবিষ্যতে বোধহয় অভিনয়ের জগতে নাম লেখাতে চাইছেন। সেজন্য একটা রিহার্সাল দিলেন। যত টিভি চ্যানেলে আমরা দেখেছি, কোথাও আমরা দেখিনি, সুকান্ত মজুমদারকে কেউ ধাক্কা মারছে বা কেউ মারধর করেছে। হঠাৎ তিনি অভিনয় করতে শুরু করলেন। অভিনয় জগতে আগামী দিনে তিনি অংশগ্রহণ করবেন বলেই মনে হচ্ছে। সেই জগতে তাঁর সাফল্য আমি অগ্রিম কামনা করছি।'

Advertisment
  • সুকান্ত মজুমদারের নেতৃত্বে বিজেপি কর্মীরা পুলিশকে ঢিল ছুড়েছেন বলে টিএমসির অভিযোগ।
  • বিজেপি, রামের মত সরস্বতীকে নিয়েও রাজনীতি করছে বলেই অভিযোগ টিএমসির।
  • সুকান্ত মজুমদারকে কেউ ধাক্কা দেয়নি বা মারধর করেনি বলেই দাবি টিএমসি নেতার।

তৃণমূলের এই নেতা সুকান্ত মজুমদারের বসিরহাট অভিযানে রীতিমতো ক্ষুব্ধ। এই ব্যাপারে শান্তনু সেন বলেন, 'বাম অধ্যুষিত সন্দেশখালিতে বিজেপির মদতে বামফ্রন্টের লোকেদের নিয়ে স্থানীয় মানুষকে এবং বাইরের থেকে লোক নিয়ে গিয়ে একটা মিথ্যা ন্যারেটিভ তৈরি করা হল। আমরা দেখলাম, কেন্দ্রীয় মন্ত্রীও সেখানে ধর্মীয় কার্ড খেলার চেষ্টা করলেন। আর, গতকাল সুকান্ত মজুমদার গুন্ডাদের মত হেলমেট ছাড়া বাইক চেপে মস্তানদের নিয়ে দাপাদাপি করলেন। পুলিশের গাড়ির ওপরে ঢিল ছুড়লেন, পুলিশকে মারধর করলেন।'

Sukanta Majumder, Bashirhat District Hospital
Sukanta Majumder-Bashirhat District Hospital: দীর্ঘক্ষণ সংজ্ঞাহীন ছিলেন রাজ্য বিজেপি সভাপতি। (ছবি-স্ক্রিনগ্যাব)

বিজেপি রামচন্দ্রের মত দেবী সরস্বতীকে নিয়েও রাজনীতি করছে বলেই অভিযোগ করেন তৃণমূলের চিকিৎসক নেতা। তিনি বলেন, 'আজকে আবার আমরা দেখলাম, রামচন্দ্রকে রাস্তায় নামিয়ে তাঁরা রাজনীতি করেন, দেশের মানুষ জানে। আজকে মা সরস্বতী পুজোর দিন মা সরস্বতীকে রাস্তায় নিয়েও তাঁরা রাজনীতি করতে পিছপা হলেন না।'

Sukanta Majumder, Bashirhat District Hospital 2
Sukanta Majumder-Bashirhat District Hospital: অসুস্থ হয়ে পড়ার পর বিভিন্ন মুহূর্তে রাজ্য বিজেপি সভাপতি। (ছবি- স্ক্রিনগ্যাব)

তৃণমূল নেতার এই অভিযোগের কারণ, বুধবার সুকান্ত মজুমদার ইছামতীর পাড়ে সরস্বতী পুজো করেন। কিন্তু, টাকির হোটেল থেকে বেরিয়ে সন্দেশখালির উদ্দেশে তিনি রওনা দিতে গেলেই, পুলিশ বাধা দেয় বলে অভিযোগ। বিজেপির দাবি, হোটেল ঘিরে ফেলে পুলিশ। কার্যত গৃহবন্দি করা হয়েছিল সুকান্ত মজুমদারকে। সেই নিয়ে ধুন্ধুমার বাধলে পুলিশের গাড়ির ওপরে উঠে পড়েন রাজ্য বিজেপি সভাপতি।

আরও পড়ুন- সুকান্ত মজুমদারকে আনা হচ্ছে কলকাতায়, ভর্তি ছিলেন বসিরহাট হাসপাতালে

এই পরিস্থিতিতে, ধস্তাধস্তির সময় রাজ্য বিজেপি সভাপতি মাটিতে পড়ে যান এবং সংজ্ঞা হারান বলেই বিজেপি নেতা-কর্মীদের দাবি। এরপরই তড়িঘড়ি সুকান্ত মজুমদারকে গাড়িতে তুলে হাসপাতালের পথে রওনা দেন বিজেপি কর্মীরা। অবশ্য পুলিশ সুকান্ত মজুমদারকে বিজেপি কর্মীদের গাড়িতে ওঠাতে দেননি। বরং, পুলিশের গাড়িতেই তুলে নেওয়া হয় অচেতন সুকান্ত মজুমদারকে। এরপর তাঁকে নিয়ে যাওয়া হয় বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে।

tmc bjp police Sukanta Majumder
Advertisment