Sukanta Majumder On Mamata: লজ্জার বাংলা, দিকে দিকে শিশু নিগ্রহ, মমতাকে নিশানা করে গর্জে উঠলেন সুকান্ত

Sukanta Majumder On Mamata: পশ্চিমবঙ্গে মহিলাদের নিরাপত্তা দিতে ব্যর্থ মমতা সরকার। রাজ্যে একের পর এক শিশুকন্যা নির্যাতনের ঘটনায় এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের।

Sukanta Majumder On Mamata: পশ্চিমবঙ্গে মহিলাদের নিরাপত্তা দিতে ব্যর্থ মমতা সরকার। রাজ্যে একের পর এক শিশুকন্যা নির্যাতনের ঘটনায় এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের।

author-image
IE Bangla Web Desk
New Update
Sukanta Majumder On Mamata

লজ্জার বাংলা, দিকে দিকে শিশু নিগ্রহ, মমতাকে নিশানা করে গর্জে উঠলেন সুকান্ত

Sukanta Majumder On Mamata: পশ্চিমবঙ্গে মহিলাদের নিরাপত্তা দিতে ব্যর্থ মমতা সরকার। রাজ্যে একের পর এক শিশুকন্যা নির্যাতনের ঘটনায় এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের।  

Advertisment

কলকাতার ফুটপাথে সাত মাসের শিশুকন্যাকে যৌন নির্যাতন থেকে শুরু করে মুর্শিদাবাদে ৫ বছরের শিশুকন্যাকে বাড়ি থেকে অপহরণ করে ধর্ষণের ঘটনা চোখে আঙ্গুল তুলে প্রশ্ন তুলেছে রাজ্যে নারী সুরক্ষা দিতে ব্যর্থ সরকার। রাজ্য জুড়ে প্রতিনিয়ত বাড়ছে শিশু নিগ্রহের ঘটনা।  পাশাপাশি মহিলাদের বিরুদ্ধে অপরাধেও লাগাম টানতে ব্যর্থ রাজ্য সরকার। মহিলাদের বিরুদ্ধে লাগাতার অত্যাচারের ঘটনার জেরে স্বাভাবিকভাবেই রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। 

মহিলা মুখ্যমন্ত্রীর শাসনকালে রাজ্যে মহিলাদের সুরক্ষা কোথায়? এবিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে কার্যত কাঠগড়ায় তুলেছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। তিনি এক্স-এ এক পোস্টে রাজ্যের পুলিশ প্রশাসনকে নিশানা করে লিখেছেন, বর্তমান প্রশাসনের অধীনে অপরাধীরা নির্ভীক হয়ে উঠেছে, প্রতিদিন সব বয়সের মহিলারা নির্যাতনের শিকার হচ্ছেন। 

Advertisment

পাশাপাশই তিনি এক্স-এ লিখেছেন, পশ্চিমবঙ্গের একজন সাধারণ নাগরিক হিসেবে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আমার পরামর্শ, রাজ্যের মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং জঘন্য অপরাধ বন্ধ করার অবিলম্বে যথাযথ পদক্ষেপ নিন। অন্য রাজ্যের উদাহরণ না টেনে নিজের রাজ্যে মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করার দিকে মনোযোগ দেওয়ার উল্লেখ করে রাজ্য বিজেপি সভাপতি বলেন, বর্তমানে মমতা সরকারের  শাসনকালে বাংলার কোনো মহিলা আজ নিজেকে নিরাপদ বলে মনে করতে পারছে না। 

Sukanta Majumder CM Mamata banerjee