/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/10/Abhisek-Banerjee-Sukanta-Majumdar.jpg)
দুর্ঘটনা নিয়েও শুরু রাজনৈতিক আক্রমণ পাল্টা আক্রমণ।
এবার তৃণমূলের দিল্লিগামী বাস দুর্ঘটনা কবলে পড়তেই কাদা ছোঁড়াছুঁড়ি শুকু গেরুয়া-জোড়াফুলে। 'বিমানের বিলাসিতা ভোগ করছেন তৃণমূল নেতারা, নিরীহ কর্মীদের জীবন ঝুঁকির মুখে ফেলেছেন', টুইটে সুর চড়ালেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তৃণমূলের দিল্লি অভিযানে স্পেশাল ট্রেন না মেলাতেই এই বিপত্তি, উল্টে গেরুয়া শিবিরকেই দায়ী করে পাল্টা সোচ্চার তৃণমূলও।
বাস দুর্ঘটনা নিয়ে এক্স হ্যান্ডেলে কী লিখেছেন সুকান্ত মজুমদার?
"কোডারমায় একটি ভলভো বাস দুর্ঘটনার কবলে পড়ে। আমাদের অনেক সহকর্মী আহত হয়েছেন। তৃণমূলের নেতারা যেভাবে বিমানের বিলাসিতা উপভোগ করছেন এবং এই নিরীহ মানুষকে জীবনের ঝুঁকির দিকে ঠেলে দিয়েছেন, তা নিন্দনীয়। যে কোনও প্রয়োজনে কোনও ধরনের সাহায্যের জন্য আমার সঙ্গে নির্দ্বিধায় যোগাযোগ করতে পারেন।"
সুকান্ত মজুমদারকে পাল্টা জবাবে এক্স হ্যান্ডেলে কী লিখলেন তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য?
"নিজেই বিষ খাওয়ায়; তারপরে নিজেই ঘটা করে বিজ্ঞাপন দেয় "চলো হাসপাতালে নিয়ে যাই"! না আপনারা এদের রুটি-রুজির টাকা আটকাতেন, না আপনারা এদের ট্রেন বাতিল করতেন, না এদেরকে বাসে করে এত দূরে যাত্রা করতে হতো, না এই দুর্ঘটনা ঘটতো..এদের প্রত্যেকটা রক্তবিন্দুর জন্য দায়ী এক এবং একমাত্র আপনারা, সুকান্ত বাবু!"
A Volvo bus got into an accident at Kodarma and many of our fellow citizens got injured. The way TMC leaders are enjoying the luxury of flights and pushed these innocent people to the brink of life risk, it is condemnable. Please feel free to contact me for any assistance needed. pic.twitter.com/pHgxXDyVX2
— Dr. Sukanta Majumdar (@DrSukantaBJP) October 1, 2023
আরও পড়ুন- Exclusive: তৃণমূলের ‘মিশন দিল্লি’র প্রথম রথের ‘বিরাট হোঁচট’, দুর্ঘটনাগ্রস্ত বাস ফিরছে বাংলায়
নিজেই বিষ খাওয়ায়; তারপরে নিজেই ঘটা করে বিজ্ঞাপন দেয় "চলো হাসপাতালে নিয়ে যাই"!
না আপনারা এদের রুটি-রুজির টাকা আটকাতেন, না আপনারা এদের ট্রেন বাতিল করতেন, না এদেরকে বাসে করে এত দূরে যাত্রা করতে হতো, না এই দুর্ঘটনা ঘটতো..
এদের প্রত্যেকটা রক্তবিন্দুর জন্য দায়ী এক এবং একমাত্র… https://t.co/cNhoMkf1Pj— Debangshu Bhattacharya Dev (@ItsYourDev) October 1, 2023
উল্লেখ্য, তৃণমূল কংগ্রেসের দিল্লি অভিযানে এরাজ্য থেকে প্রথম রওনা দেওয়া বাসটির যাত্রীরা আর রাজধানীতে দলের বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিতে পারছেন না। সবুজ রংয়ের ট্রাভেল বাসটি বাংলায় ফিরে আসছে। তুমুল বৃষ্টির মধ্যে ঝাড়খণ্ডে কোডারমার কাছে দুর্ঘটনার কবলে পড়ে বাসটি। রাস্তার ওপর থাকা মাটির ঢিপিতে ধাক্কা দেয় বাসটি। দুর্ঘটনায় প্রায় ৮ জন অল্পবিস্তর জখম হয়েছেন। বাসটিতে ৩৩ জন তৃণমূল কর্মী ও জবহোল্ডার ছিলেন।