গরু পাচার মামলায় এবার ইডির জালে অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যা মণ্ডল। বুধবার সুকন্যাকে গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।
এর আগে গরু পাচার মামলায় সুকন্যাকে একাধিকবার দিল্লিতে তলব করে ইডি। কিন্তু নানা কারণ জানিয়ে হাজিরা এড়িয়েছিলেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতির মেয়ে। কিন্তু, বুধবার সন্ধ্যায় তাঁকে দিল্লিতে গ্রেফতার করা হয়। এর আগে দিল্লিতে তিনবার ইডির হাজিরা এড়িয়েছেন সুকন্যা মণ্ডল। শেষবার হাজিরার দিন ধার্য ছিল ১৩ এপ্রিল। কিন্তু সেদিনও হাজিরা দেননি সুকন্যা।
বুধবার দিল্লিতে ইডির সদর দফতরে ডেকে পাঠানো হয়েছিল সুকন্যাকে। গরু পাচার মামলায় বেশ কিছু বিষয়ে তাঁর থেকে জানতে চেয়েছিলেন ইডি-র গোয়েন্দারা। সূত্রের খবর, সেই সব প্রশ্নের সদুত্তোর দিতে পারেননি বীরভূমের 'বাঘ' কেষ্ট কন্যা। তারপরই তাঁকে গ্রেফতার করে ইডি-র আধিকারিকরা।
গত অগাস্টে অনুব্রত মণ্ডলের গ্রেফতারির পর থেকেই গরু পাচার মামলায় ইডি-র গোয়েন্দারা তদন্ত গুঁটিয়ে আনতে শুরু করেন। বিশেষ করে গরুপাচারের বিপুল আর্থিক লেনদেন কোন পথে হয়েছে, সেই সব প্রশ্নের উত্তর হাতরাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আদিকারিকরা। তদন্তে এগোতেই গরু পাচার মামলায় অনুব্রত কন্যা সুকন্যার নাম সামনে আসতে থাকে। দেখা যায়, গত কয়েক বছরে অনুব্রতর কন্যার নামে প্রচুর সম্পত্তি হয়েছে। তাঁর নামে চাল কলের পাশাপাশি বিপুল পরিমাণে জমি রয়েছে। তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে স্থায়ী আমানত ও সেভিংস কোটি কোটি টাকা। যদিও সুকন্যা দাবি করেছিলেন যে এইসব বিষয়ে তিনি কিছুই জানেন না।
গত মাসেই গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলের হিসাবরক্ষক মণীশ কোঠারিকে গ্রেফতার করেছে ইডি। বর্তমানে তিহাড়ে বন্দি অনুব্রত। সূত্রের খবর, তিহাড়ে নিয়ে অনুব্রত ও তাঁর কন্যা সুকন্যাকে মুখোমুখি বসিয়ে জেরা করতে পারে কেন্দ্রীয় এজেন্সি। প্রয়োজনে কেষ্টকে পুলিশি হেফাজতে নিয়েও জেরা করা হতে পারে।