scorecardresearch

ইডি হেফাজতে সুকন্যা মণ্ডল, বাবা-মেয়েকে মুখোমুখি জেরার সম্ভাবনা কতটা?

সূত্রের খবর, বাবা অনুব্রতর মুখোমুখি বসানো হতে পারে মেয়ে সুকন্যাকে।

sukanya mondal in 3 day ed custody
ইডি হেফাজতে সুকন্যা মণ্ডল।

গরুপাচারকাণ্ডে গ্রেফতার অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যা মণ্ডলকে ৩ দিনের ইডি হেফাজতে পাঠাল দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত। বৃহস্পতিহার বিকেলে এই নির্দেশ দেন বিচারক।

গরুপাচারকাণ্ডে ইডিকে তদন্তে অসহযোগিতার অভিযোগে বুধবার সন্ধ্যায় অনুব্রত মণ্ডলের মেয়েকে দিল্লিতে গ্রেফতার করেছিল ইডি। তাঁকে জিজ্ঞাসাবাদ করে গরুপাচারের কালো টাকা কোথায় কোথায় কী ভাবে বিনিয়োগ করা হয়েছে তা জানতে চান গোয়েন্দারা। কিন্তু সদুত্তোর না মেলাতেই সুকন্যাকে গ্রেফতার করে ইডি।

আদালতে এদিন ইডি জানায়, একজন প্রাথমিক শিক্ষিকার বিপুল সম্পত্তি উদ্ধার হয়েছে। ২ বছরের মধ্যে কোটি কোটি টাকার জমি কিনেছেন তিনি। এছাড়াও চালকল সহ অন্যান্য একাধিক সংস্থার গুরুত্বপূর্ণ পদে রয়েছেন তিনি। কোথা থেকে এত টাকা পেলেন তা জানা প্রয়োজন। আদালতে ইডি আরও জানায়, তদন্তে সহযোগিতা করছিলেন না সুকন্যা। তাঁকে বারবার তলব করা হলেও তিনি হাজিরা দেননি। এমনকী ইডির গোয়েন্দাদের প্রশ্ন বার বার এড়িয়ে গিয়েছেন তিনি। তদন্তে অসহযোগিতা করেছেন। যদিও এই ঘটনায় যুক্ত অন্যান্যরা বয়ানে জানিয়েছেন, সুকন্যার নির্দেশেই তাঁরা কাজ করেছেন। ধৃতকে হেফাজতে নিয়ে জেরা করে বিপুল সম্পত্তির উৎস জানা প্রয়োজন।

আদালত থেকে বার করে দিল্লিতে ইডির সদর দফতরে নিয়ে যাওয়া হয়েছে সুকন্যা মণ্ডলকে।

Stay updated with the latest news headlines and all the latest Westbengal news download Indian Express Bengali App.

Web Title: Sukanya mondal in 3 day ed custody