RG Kar Case-Sukhendu Sekhar Roy: আরজি কর কাণ্ডে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে সোশ্যাল মিডিয়ায় যে পোস্ট তিনি করেছিলেন, তা তাঁর ভুল ছিল বলে কলকাতা হাইকোর্টে স্বীকার করলেন তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায়। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা সেই পোস্টটি তিনি এক্স হ্যান্ডলের অ্যাকাউন্ট থেকে ডিলিট করে দেবেন বলেও জানিয়েছেন।
আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের ঘটনায় পুলিশের ভূমিকায় যারপরনাই ক্ষোভ প্রকাশ করে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায়। গত শনিবার রাতের সেই পোস্টে আরজি কর কাণ্ডে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল এবং প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে হেফাজতে নেওয়া প্রয়োজন বলে দাবি করেছিলেন তিনি। কলকাতা পুলিশের ডগ স্কোয়াডের ভূমিকা নিয়েও সেই পোস্টে প্রশ্ন তুলেছিলেন তিনি। ঘটনার তিন দিন পর ডগ স্কোয়াড আরজি কর হাসপাতালে গিয়েছিল বলে তিনি দাবি করেছিলেন।
যদিও কলকাতা পুলিশের তরফে পরে দাবি করা হয় সুখেন্দুশেখর রায়ের ডগ স্কোয়াড নিয়ে করা সেই দাবি ভিত্তিহীন। হাসপাতালে পৌঁছোতে ডগ স্কোয়াড দেরি করেনি বলে পাল্টা জানানো হয় কলকাতা পুলিশের তরফে। এরপরেই আরজি কর কাণ্ড নিয়ে ভুল তথ্য ছাড়ানোর অভিযোগে তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায়কে পর পর দু'বার তলব করেছিল লালবাজার।
আরও পড়ুন- Protest against RG Kar Incident: ‘নিরাপত্তার অভাব বোধ করছি আমিও’, পুলিশকে ধুয়ে দিয়ে সোচ্চার দাপুটে তৃণমূল সাংসদের মেয়ে
আরও পড়ুন- RG Kar Case: ‘লক্ষ্মীর ভাণ্ডার নেওয়ার আগে ঘরের লক্ষ্মী সুরক্ষিত কিনা ভাবুন’, আবেদন নির্যাতিতার মায়ের
যদিও সেই তলবে সাড়া দেননি তৃণমূল সাংসদ। উল্টে গ্রেফতারির আশঙ্কা করে সোমবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি।
মঙ্গলবার উচ্চ আদালতে মামলার শুনানিতে সুখেন্দুশেখর রায় কলকাতা পুলিশের ডগ স্কোয়াড নিয়ে করা তাঁর মন্তব্য ভুল ছিল বলে স্বীকার করে নিয়েছেন। এরই পাশাপাশি উচ্চ আদালতও এদিন জানিয়ে দিয়েছে সুখেন্দুশেখর রায়ের বিরুদ্ধে এখনই কোনও কড়া পদক্ষেপ করতে পারবে না কলকাতা পুলিশ।
আরও পড়ুন- CISF in RG Kar: আরজি করের নিরাপত্তায় এবার কেন্দ্রীয় বাহিনী, ডাক্তারদের কাজে ফেরার আর্জি সুপ্রিম কোর্টের
Sukhendu Sekhar Roy: আরজি কর কাণ্ডে শুরু থেকে সোচ্চার, শেষমেশ কোন মন্তব্যে 'ভুল' স্বীকার সুখেন্দুশেখর রায়ের?
Sukhendu Sekhar Roy: আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের তরুণী চিকিৎসক ধর্ষণ-খুন কাণ্ডে শুরু থেকে সোচ্চার তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায়। আরজি কর কাণ্ডে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল এবং প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের গ্রেফতারির দাবি করেছিলেন তৃণমূলের এই সাংসদ। সুখেন্দুশেখর রায়ের মন্তব্যের পাল্টা প্রতিক্রিয়ায় তাঁকে তীব্র কটাক্ষ করেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ।
Follow Us
RG Kar Case-Sukhendu Sekhar Roy: আরজি কর কাণ্ডে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে সোশ্যাল মিডিয়ায় যে পোস্ট তিনি করেছিলেন, তা তাঁর ভুল ছিল বলে কলকাতা হাইকোর্টে স্বীকার করলেন তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায়। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা সেই পোস্টটি তিনি এক্স হ্যান্ডলের অ্যাকাউন্ট থেকে ডিলিট করে দেবেন বলেও জানিয়েছেন।
আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের ঘটনায় পুলিশের ভূমিকায় যারপরনাই ক্ষোভ প্রকাশ করে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায়। গত শনিবার রাতের সেই পোস্টে আরজি কর কাণ্ডে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল এবং প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে হেফাজতে নেওয়া প্রয়োজন বলে দাবি করেছিলেন তিনি। কলকাতা পুলিশের ডগ স্কোয়াডের ভূমিকা নিয়েও সেই পোস্টে প্রশ্ন তুলেছিলেন তিনি। ঘটনার তিন দিন পর ডগ স্কোয়াড আরজি কর হাসপাতালে গিয়েছিল বলে তিনি দাবি করেছিলেন।
যদিও কলকাতা পুলিশের তরফে পরে দাবি করা হয় সুখেন্দুশেখর রায়ের ডগ স্কোয়াড নিয়ে করা সেই দাবি ভিত্তিহীন। হাসপাতালে পৌঁছোতে ডগ স্কোয়াড দেরি করেনি বলে পাল্টা জানানো হয় কলকাতা পুলিশের তরফে। এরপরেই আরজি কর কাণ্ড নিয়ে ভুল তথ্য ছাড়ানোর অভিযোগে তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায়কে পর পর দু'বার তলব করেছিল লালবাজার।
আরও পড়ুন- Protest against RG Kar Incident: ‘নিরাপত্তার অভাব বোধ করছি আমিও’, পুলিশকে ধুয়ে দিয়ে সোচ্চার দাপুটে তৃণমূল সাংসদের মেয়ে
আরও পড়ুন- RG Kar Case: ‘লক্ষ্মীর ভাণ্ডার নেওয়ার আগে ঘরের লক্ষ্মী সুরক্ষিত কিনা ভাবুন’, আবেদন নির্যাতিতার মায়ের
যদিও সেই তলবে সাড়া দেননি তৃণমূল সাংসদ। উল্টে গ্রেফতারির আশঙ্কা করে সোমবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি।
মঙ্গলবার উচ্চ আদালতে মামলার শুনানিতে সুখেন্দুশেখর রায় কলকাতা পুলিশের ডগ স্কোয়াড নিয়ে করা তাঁর মন্তব্য ভুল ছিল বলে স্বীকার করে নিয়েছেন। এরই পাশাপাশি উচ্চ আদালতও এদিন জানিয়ে দিয়েছে সুখেন্দুশেখর রায়ের বিরুদ্ধে এখনই কোনও কড়া পদক্ষেপ করতে পারবে না কলকাতা পুলিশ।
আরও পড়ুন- CISF in RG Kar: আরজি করের নিরাপত্তায় এবার কেন্দ্রীয় বাহিনী, ডাক্তারদের কাজে ফেরার আর্জি সুপ্রিম কোর্টের