Advertisment

Sukhendu Sekhar Roy: দমবার পাত্র নন সুখেন্দুশেখর! ফুটবল সমর্থকদের উপর পুলিশি সক্রিয়তায় তেড়েফুঁড়ে সোচ্চার সাংসদ

Sukhendu Sekhar Roy: আরজি কর কাণ্ডের প্রতিবাদে শুরু থেকেই সোচ্চার তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায়। এর আগে আরজি কর কাণ্ডের প্রতিবাদের 'মেয়েদের রাত দখল' শীর্ষক ক্যাম্পেনের প্রতি তাঁর পূর্ণ সমর্থনের কথা জানিয়েছিলেন তৃণমূল সাংসদ। তিনি নিজে তো ছিলেনই প্রত্যেককে সেই কর্মসূচিতে সামিল হওয়ার আহ্বান জানিয়েছিলেন তিনি।

author-image
IE Bangla Web Desk
New Update
sukhendu sekhar roy demands protest against police action on football supporters, সুখেন্দুশেখর রায়, মোহনবাগান, ইস্টবেঙ্গল

Sukhendu Sekhar Roy: ফের সোচ্চার তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায়।

Sukhendu Sekhar Roy: দমবার পাত্র নন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায়। এবার সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনের সামনে মোহনবাগান-ইস্টবেঙ্গল সমর্থকদের জমায়েতে পুলিশি সক্রিয়তার বিরুদ্ধে সরব হলেন বর্ষীয়ান সাংসদ। শুধু তাই নয়, পুলিশি সক্রিয়তার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদেরও আহ্বান জানিয়েছেন তিনি।

Advertisment

এক্স হ্যান্ডলে কী লিখেছেন সুখেন্দুশেখর রায়?

"আমি সব ফুটবল ও ক্রীড়াপ্রেমীদের কাছে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পদ্ধতিতে মোহনবাগান ও ইস্টবেঙ্গলের সমর্থকদের নির্বিচারে গ্রেফতারের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ করার আহ্বান জানাই। জয় মোহনবাগান! জয় পূর্ববঙ্গ!"

উল্লেখ্য, আরজি কর কাণ্ডের প্রতিবাদে শুরু থেকেই সোচ্চার তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায়। এর আগে আরজি কর কাণ্ডের প্রতিবাদের 'মেয়েদের রাত দখল' শীর্ষক ক্যাম্পেনের প্রতি তাঁর পূর্ণ সমর্থনের কথা জানিয়েছিলেন তৃণমূল সাংসদ। তিনি নিজে তো ছিলেনই প্রত্যেককে সেই কর্মসূচিতে সামিল হওয়ার আহ্বান জানিয়েছিলেন তিনি।

তালটা কাটতে শুরু করেছিল তখন থেকেই। এরপর আরজি কর কাণ্ডে কলকাতার পুলিশ কমিশনার এবং প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের গ্রেফতারিতে সুর চড়াতেই তৃণমূলে তুমুল জলঘোলা শুরু হয়। বর্ষীয়ান রাজনীতিবিদকে আক্রমণে মাঠে নামেন তৃণমূলের কুণাল। সুখেন্দুশেখর রায়ের CP-র গ্রেফতারির দাবি দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করে পাল্টা সোচ্চার হন কুণাল ঘোষ।

আরও পড়ুন- West Bengal Weather Update: দক্ষিণবঙ্গে কাঁপানো বৃষ্টির তুমুল সতর্কতা! বেলা গড়ালেই আরও বাড়বে দুর্যোগের ঝাঁঝ

আরও পড়ুন- Kolkata Doctor Murder: সুখেন্দুশেখরের সুরেই এবার রাজ্যের মন্ত্রী, আর জি কর কাণ্ডে কী দাবি সাবিনার?

আরজি কর কাণ্ডে সুখেন্দুশেখর রায় কলকাতা পুলিশের ভূমিকা নিয়েও একগুচ্ছ প্রশ্ন তুলে দিয়েছিলেন। তারপরেই গতকাল বিকেলে সুখেন্দুশেখর রায়কে ডেকে পাঠিয়েছিল লালবাজার। সেই তলবে তিনি হাজিরা দেননি।

আরও পড়ুন- Saltlake Stadium: ‘হিংসার ছক’, ডার্বি ঘিরে ভয়ংকর অভিযোগ পুলিশের, যুবভারতী চত্বরে জারি ১৬৩ ধারা

এবার কলকাতায় মোহনাবাগান, ইস্টবেঙ্গল এবং মহামেডান সমর্থকদের জমায়েতে পুলিশি সক্রিয়তার বিরুদ্ধে সোচ্চার হলেন তৃণমূলের এই সাংসদ। গতকাল সল্টলেকে যুবভারতী ক্রীড়াঙ্গনের সামনে আরজি কর কাণ্ডের প্রতিবাদ করতে দেখা যায় মোহনবাগান, ইস্টবেঙ্গলের কয়েক হাজার সমর্থকদের। মাঠের লড়াই ভুলে আরজি কর কাণ্ডে ঐক্যবদ্ধভাবে সুর চড়াতে থাকেন দুই প্রধানের সমর্থকরা।

পরে সেই জমায়েতে যোগ দেন মহামেডান ক্লাবেরও বহু সমর্থক। এক কথায় কলকাতার তিন প্রধানের কয়েক হাজার সমর্থকের প্রবল বিক্ষোভ চলে বেশ কিছুক্ষণ ধরে। সেই বিক্ষোভ দমনে পুলিশ লাঠিচার্জ করেছে বলে অভিযোগ। বহু সমর্থককে আটক করে প্রিজন ভ্যানে তোলা হয়েছে। এবার ফুটবল সমর্থকদের ওপর পুলিশি সক্রিয়তার প্রতিবাদে আওয়াজ তুললেন তৃণমূলের বর্ষীয়ান সাংসদ সুখেন্দুশেখর রায়।

kolkata police East Bengal Mohun Bagan Sukhendu Sekhar roy
Advertisment