/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/04/ramnavami-clash-howrah-sumit-shaw.jpg)
মিছিলে বন্দুক হাতে সুমিত সাউ।
হাওড়ায় রামনবমীতে পিস্তল হাতে মিছিলে ছিলেন এক যুবক। টুইটে চাঞ্চল্যকর ছবি দিয়ে তা পোস্ট করেছিলেন তৃণমূলের সর্ববারতীয় সাধারণ সম্পাদক। যা নিয়ে বঙ্গ রাজনীতিতে শোরগোল পড়ে যায়। অভিযুক্ত যুবক সুমিত সাউকে খুঁজছিল পুলিশ। শেষ পর্যন্ত বিহারের মুঙ্গের থেকে সুমিত সাউকে গ্রেফতার করে হাওড়া পুলিশ। মঙ্গলবার সোশাল মিডিয়া পোস্টে সুমিতের গ্রেফতারির খবর জানান তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।
এই গ্রেফতারির পরেই কুণাল ঘোষ বিজেপিকে আক্রমণ শানিয়েছেন। সোশাল মিডিয়া পোস্টে তিনি লিখেছেন, 'রামনবমীর দিন হাওড়ার মিছিলে রিভলবারধারী যুবক সুমিত শ মুঙ্গের থেকে গ্রেপ্তার হয়েছে হাওড়া পুলিশের হাতে। এখন সিআইডি তদন্তের কাজ এগোচ্ছে। সুমিত ইতিমধ্যেই অপরাধ স্বীকার করেছে। রামনবমীর নামে যারা মুঙ্গেরবাহিনীকে ঢুকিয়ে বাংলায় গোলমালের চক্রান্ত করছে, তাদের মুখোশ আবার খুলে গেলো।'
*Sumit Shaw, who was carrying weapon in the Ramanavami procession, arrested from Munger.*
*He has confessed his participation in the procession with firearms.*
*BJP, who is master of spreading fake news, yesterday were claiming of fact-checking this issue. What will they say now? pic.twitter.com/BteTklGHB8— Kunal Ghosh (@KunalGhoshAgain) April 4, 2023
বিজেপি নেতা স্বজল ঘোষ বলেন, 'সুমিত শাউ বিজেপির কিনা তা খতিয়ে দেখার প্রয়োজন রয়েছে। আর অস্ত্র দেখেও কেন হাওড়ায় তাঁকে পুলিশ ঢুকতে দিল। ও যে তৃণমূলের মদতে মিছিলে গোলমালের জন্য হাতে অস্ত্র তুলে নেয়নি তা কীভাবে বলা যাবে?'
গত শুক্রবার রামনবমীর শোভাযাত্রাকে কেন্দ্র করে দেশজুড়েই নানা জায়গায় অশান্তির ঘটনা ঘটে। ব্যতিক্রম নছিল না বাংলা। রাজ্যের হাওড়া জেলার শিবপুর এলাকায় রামনবমীর মিছিলকে কেন্দ্র করে হিংসার ঘটনা ঘটে। সেই মিছিলেরই একটি ভিডিয়ো টুইট করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই ভিডিও-তে দেখা যায় বন্দুক হাতে মিছিলে এক যুবক। অশান্তি 'পরিকল্পিত ষড়যন্ত্র' বলে বিজেপিকে তীব্র আক্রমণ করে তৃণমূল। অভিযুক্তকে পুলিশ গ্রেফতার করবেই বলেই ওই সন্ধ্যায় দাবি করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।
শেষ পর্যন্ত অভিযুক্ত সুমিত সাউকেই মুঙ্গের থেকে গ্রেফতার করল হাওড়া পুলিশ। জানা গিয়েছে, ধৃতের বয়স ১৯ বছর। তাঁর বাড়ি, হাওড়ার মালি পাঁচঘড়া থানা এলাকার শম্ভু হালদার লেনে। আত্মীয়ের বাড়ি সে লুকিয়ে আছে গোপন সূত্রে জানতে পেরে মুঙ্গেরে হানা দেয় পুলিশ।