WB Heat Wave: ফের একবার স্কুলে-স্কুলে এগিয়ে আনা হল গরমের ছুটি। প্রবল দাবদাহ দক্ষিণবঙ্গে। তাপপ্রবাহের (Heat Wave) পরিস্থিতি জেলায়-জেলায়। পরিস্থিতি বিবেচনা করেই এবছর রাজ্যের স্কুলগুলিতে গরমের ছুটি এগিয়ে আনার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। আগামী ২২ এপ্রিল অর্থাৎ সোমবার থেকেই রাজ্যের স্কুলগুলিতে গরমের ছুটি পড়ে যাচ্ছে। দার্জিলিং এবং কালিম্পং ছাড়া রাজ্যের সর্বত্র স্কুলগুলিতে গরমের ছুটি পড়ে যাচ্ছে আগামী ২২ এপ্রিল থেকেই।
দক্ষিণবঙ্গ জুড়ে তীব্র দাবদাহে জেরবার আট থেকে আশি। গত বুধবারও রাজ্যের ১৪ জেলার তাপমাত্রা ৪০ ডিগ্রির উপরে ছিল। আবহাওয়া দফতরের যা পূর্বাভাস তাতে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে।
ছাত্রছাত্রী থেকে শুরু করে শিক্ষক-শিক্ষিকা, শিক্ষাকর্মীদের এমন দাবদাহের পরিস্থিতিতে স্কুলে আসা-যাওয়ার ক্ষেত্রেও সমস্যায় পড়তে হচ্ছে। এই পরিস্থিতিতে স্কুলগুলিতে গরমের ছুটি এগিয়ে নিয়ে আসার ব্যাপারে আলোচনা শুরু হয় রাজ্য প্রশাসনের অন্দরে।
আরও পড়ুন- Lok Sabha Election 2024: কমিশনের হস্তক্ষেপ, অপূর্ণই থাকছে রাজ্যপালের ইচ্ছে
নবান্নে হওয়া উচ্চপদস্থ একটি বৈঠকে রাজ্যের স্কুলগুলিতে গরমের ছুটি এগিয়ে নিয়ে আসার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে। বৃহস্পতিবার শিক্ষা দফতরের তরফে এব্যাপারে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। সেই নির্দেশিকাতেই স্কুলগুলিতে গরমের ছুটি এগিয়ে নিয়ে আসার কথা জানানো হয়েছে। সাধারণত রাজ্যের স্কুলে গরমের ছুটি শুরু হয় মে মাস থেকে। তবে এবছর পরিস্থিতি পর্যালোচনার পরেই গরমের ছুটি এগিয়ে নিয়ে আসার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে।