/indian-express-bangla/media/media_files/2025/05/15/T7CNDBG0nZu275pN5CCb.jpg)
বনবিবি পুজোয় মাতোয়ারা সুন্দরবন, বিশেষত্ব জানলে চমকে যাবেন
Sundarban Bonbibi Puja: প্রতি বছরের ন্যায় এবার ও সুন্দরবনের প্রত্যন্ত এলাকার কুলতলির নগেনাবাদ এলাকার মানুষজন বন বিবি পুজোয় মেতে উঠেছেন।
সুন্দরবনের বন বিবি পুজো নাম শুনলেই বোঝা যায় যে বনের দেবী তিনি সমস্ত হিংস্র বন্য প্রাণী থেকে সাধারণ মানুষকে রক্ষা করে থাকেন। এছাড়া এটাও জানা যায় যে সুন্দরবনের বনবিবি পুজো সেখানকার স্থানীয় মানুষজনদের কাছে খুবই ঐতিহ্যপূর্ণ ।
জঙ্গলে বিভিন্ন রকম জীবজন্তুর পাশাপাশি মানুষের জীবিকা নির্বাহের জন্য অনেক কিছুই পাওয়া যায় যেমন মধু শুকনো কাঠ গাছের ডাল পালা ফলমূল ইত্যাদি, আরও অনেক কিছু প্রয়োজনীয় জিনিসপত্র।
কর্নেল সোফিয়া কুরেশিকে নিয়ে বিতর্কিত মন্তব্য, সুপ্রিম 'ধমক' বিজেপির শাহ' কে
সুন্দরবন অঞ্চলের স্থায়ী বাসিন্দারা এই জঙ্গলের উপর নির্ভর করে বেঁচে রয়েছেন এবং নদীতে মাছ ধরে তাদের জীবিকা নির্বাহ করে থাকেন তবে সে ক্ষেত্রে হিংস্র জীবজন্তু যেমন ধরুন এখানে বাঘের আক্রমণ থেকে বাঁচার জন্য তারা বনবিবি বনবিবি দেবীকে পুজো করে থাকেন বিভিন্ন জায়গায় মন্দির রয়েছে।
জঙ্গলে নিজেদের জীবিকা নির্বাহের জন্য প্রবেশ তো করতে হয় এবং সেই কারণে নদী-নালাতে মাছ ধরার সময় হোক অথবা অন্য কোন কাজের ক্ষেত্রে সকলকে রক্ষা করার জন্য বন বিবিকে আরাধনা করে থাকে সুন্দরবনের কুলতলী থেকে গোসাবা সহ বিভিন্ন দ্বীপের এই মানুষেরা।