Advertisment

তাকলাগানো প্রযুক্তিই ঢাল! সুন্দরবনে শুরু বাঘ সুমারী, নতুন রেকর্ডের আশায় বনদফতর

সুন্দরবনের জঙ্গলের বিস্তীর্ণ প্রান্তে ক্যামেরা বসিয়ে বাঘ গণনার কাজে বনকর্মীরা।

IE Bangla Web Desk এবং Nilotpal Sil
New Update
Sundarban tiger counting process has been started

সুন্দরবনে দক্ষিণরায়।

সুন্দরবনের জঙ্গলে বাঘ গণনার কাজ শুরু হয়ে গিয়েছে। সোমবার থেকে সুন্দরবনের জঙ্গলের বিস্তীর্ণ প্রান্তে ক্যামেরা বসিয়ে বাঘ গণনার কাজ চালাচ্ছেন বনকর্মীরা। গত এক বছরে সুন্দরবনের জঙ্গলে বাঘের সংখ্যা কতটা বেড়েছে সেটা জানতেই এই সুমারী। বাঘ গণনা নিয়ে এর আগে সজনেখালিতে একটি বিশেষ প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছিল। সেই শিবিরে জঙ্গলের কোথায় কীভাবে ক্যামেরা বসাতে হবে সেব্যাপারে ৫০ জনকে হাতেকলমে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। তারপরেই সুন্দরবনে বাঘ গণনার কাজ শুরু হয়েছে।

Advertisment

গত বছর দেশজুড়ে বাঘের সংখ্যার একটি হিসেব করা হয়েছিল। সুন্দরবনের জঙ্গলে গত বছর পর্যন্ত ১০১টি বাঘ ছিল। দেশে বাঘ সুমারী সাধারণত চার বছরে একবার হয়। তবে সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের উদ্যোগে ফি বিছর বাঘ গণনার কাজ হয়ে থাকে। এবার সেই কাজ গতকাল থেকে শুরু হয়ে গিয়েছে। বন দফতর সূত্রে জানা গিয়েছে, সুন্দরবনের জঙ্গলে মোট ৭৩২টি জায়গা ক্যামেরা বসানোর জন্য ঠিক করা হয়েছিল।

প্রতিটি জায়গায় দুটি করে মোট ১৪৬৪টি ইনফ্রা রে প্রযুক্তির স্বয়ংক্রিয় ক্যামেরা বসানো হয়েছে। সোমবার থেকেই জঙ্গলে ক্যামেরা বসানোর কাজ শুরু হয়ে গিয়েছে। জানা গিয়েছে, ঠিক ৩৫ দিন বাদে জঙ্গল থেকে ক্যামেরাগুলি খুলে ফেলা হবে।

আরও পড়ুন- শীতে দার্জিলিংয়ে ঘুরতে যাচ্ছেন? এবার খসবে বেশি টাকা, কী সিদ্ধান্ত পুরসভার?

সেই ক্যামেরায় ওঠা ছবি দেখে বাঘের সংখ্যা নির্ধারণ করা হবে। গত কয়েক মাসে সুন্দরবন বেড়াতে গিয়ে অনেক পর্যটকই দক্ষিণরায়ের দেখা পেয়েছেন। তা থেকেই বনকর্তাদের অনুমান, এবছর সুন্দরবনের জঙ্গলে বাঘের সংখ্যা আরও বাড়তে পারে।

Sundarban West Bengal Royal Bengal Tiger South 24 Pgs
Advertisment