কথায় আছে, যিনি রাঁধেন তিনি চুলও বাঁধেন। প্রবাদটি একেবারে মিলে যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। তিনি রাজ্য চালান, আবার সময় পেলে শরীরের কসরতও করেন ট্রেডমিলে। অনেক সময় বলেন, রাজ্য বাজেট তিনি ট্রেডমিলে জগিং করতেই করতেই বানিয়ে ফেলেন। কথাটা যে খুব ভুল নয় তা আবারও বুঝিয়ে দিলেন।
Advertisment
সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী। তাতে তাঁকে দেখা গেছে আটপৌরে শাড়ি পরেছেন। সেই শাড়ি পরেই ট্রেডমিলে ছুটছেন তিনি। সঙ্গী আবার একটি পোষ্য কুকুর। দুই হাতে ধরে রেখেছেন গাঢ় বাদামি রঙের ছোট্ট সারমেয়টিকে। হাঁটতে হাঁটতে তার দিকেই তাকিয়ে রয়েছেন।
পোষ্যটিও শান্ত-ধীর হয়ে তাকিয়ে রয়েছে মমতার দিকে। এই আদুরে ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। অনেকেই মমতার এনার্জির তারিফ করেছেন। পোষ্যপ্রেম নিয়েও প্রশংসা করেছেন।
অনেকে আবার কটাক্ষও করেছেন। জানতে চেয়েছেন, "টালির ঘরে এত দামি ট্রেডমিল এল কোথা থেকে"। অনেকে আবার বলছেন "ন্যাকামো"। তবে ভাল-মন্দ কমেন্ট যাই হোক না কেন, মমতার ভিডিও রবিবাসরীয় বিকেলে শিরোনামে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে মমতা লিখেছেন, "কখনও কখনও বাড়তি অনুপ্রেরণা প্রয়োজন হয়।"
জানা গিয়েছে, যে পোষ্যটিকে মমতা ধরে রয়েছেন সেটি মলটিপু প্রজাতির। সারমেয় শ্রেণির মধ্যে একটু বিলাসী তবে বুদ্ধিমান। চটজলদি শিখে ফেলার প্রবণতা আছে। ঘরকুনো, তবে এটকু আদরযত্ন চায়। এটি মমতার নিজের পোষ্য কি না সেটা জানা যায়নি। ট্রেডমিলে হাঁটার অভ্যাস মমতার দীর্ঘদিনের। বাজেটের খসড়াও ট্রেডমিলে হাঁটতে হাঁটতে মাথার মধ্যে ছকে ফেলেন। এবার ট্রেডমিলে অন্য রূপে ধরা দিলেন মুখ্যমন্ত্রী।