Advertisment

এ কী কাণ্ড ঘটালেন বিজেপি সমর্থক? গাঁয়ের পঞ্চায়েতে পদ্ম পতাকা উড়তেই...

গ্রামের পঞ্চায়েত বিজেপির দখলে। ফল প্রকাশের পর এই বিজেপি সমর্থকের অবাক কাণ্ডে শোরগোল।

author-image
IE Bangla Web Desk
New Update
supporter cut their hair to celebrate bjp's win in wb panchayat elections

পঞ্চায়েত দখলের পর বিজেপি কর্মী-সমর্থকদের উল্লাস।ছবি: কৌশিক দাস।

মানত করেছিলেন এলাকায় বিজেপি জিতলে গ্রামের মন্দিরের সামনে মাথার চুল কেটে পুজো দেবেন। জয় এসেছে বিজেপির। কথা রাখলেন মহিষাদল ব্লকের লক্ষ্যা-১ গ্রাম পঞ্চায়েতের চক মাশুড়িয়া গ্রামের বিজেপি সমর্থক দীপক দাস।

Advertisment

মঙ্গলবার পঞ্চায়েত নির্বাচনের ফলাফল প্রকাশিত হয়েছে। সেই ফল প্রকাশের পর রাজ্যের জেলায় জেলায় সবুজ আবিরের সঙ্গে গেরুয়া আবিরও উড়তে দেখা গিয়েছে। রাজ্যের অন্যান্য জেলার পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলায় বেশ কিছু আসনের দখল নিয়েছে বিজেপি। মহিষাদল ব্লকে লক্ষ্যা-১ গ্রাম পঞ্চায়েত গত ১৫ বছর ধরে তৃণমূল দখল করে রেখেছে। তবে এলাকার বাসিন্দাদের অভিযোগ, পরিষেবা তেমন মেলেনি।

publive-image
মাথার চুল কেটে ফেলছেন বিজেপি সমর্থক দীপক দাস। ছবি: কৌশিক দাস।

২০২৩-এর পঞ্চায়েত নির্বাচনে স্থানীয় বিজেপি সমর্থক দীপক দাস মানত করেছিলেন চক মাশুড়িয়া গ্রামে বিজেপি জিতলে গ্রামের মন্দিরের সামনে মাথার চুল কেটে মায়ের কাছে পুজো দেবেন। সেই মতো দেখা গেল তিনি মাথার চুল কেটে মন্দিরে পুজো দিলেন। বিজয় উল্লাসে মাতলেন দীপক দাস-সহ এলাকার বিজেপি কর্মী-সমর্থকরা।

আরও পড়ুন- কালনার পর এবার কাটোয়া, জিতেই সিপিএম ছেড়ে তৃণমূলে তিন পঞ্চায়েত সদস্য

মহিষাদল ব্লকের লক্ষ্যা-১ গ্রাম পঞ্চায়েতের মোট আসন ১৬ টি। তার মধ্যে চক মাশুড়িয়া গ্রামের সহ মোট ৮ টি আসনে জয়লাভ করে বিজেপি। ৮ আসনে জয়ী হয় তৃণমূল। চক মাশুড়িয়া গ্রামে বিজেপি জেতে এবং মহিষাদল ব্লকের বেশ কিছু গ্রাম পঞ্চায়েত ও সমিতিতেও বিজেপি জয়লাভ করে।

আরও পড়ুন- শ্রীঘরেই মন দেওয়া-নেওয়া, শেষমেষ এক হল দুই বন্দির চারহাত, সৌজন্যে কারামন্ত্রী

দীপক দাস নামে ওই বিজেপি সমর্থক বলেন, 'মহিষাদল বিধানসভার লক্ষ্যা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতে ১৫ বছর পর গেরুয়া ঝড় উঠল। ১৬ টি বুথের মধ্যে বিজেপি ৮ তৃণমূলের ৮। তার মধ্যে ১৫৭ নম্বর বুথে বিজেপি যদি জয়ী হয় তাহলে মাথার চুল কেটে মায়ের কাছে পুজো দেব বলছিলাম। সেই মতো মাশুড়্যা গ্রামের কালী ও শীতলা মন্দিরে সামনে মাথার চুল কেটে পুজো দিয়ে প্রতিশ্রুতি পূরণ করেছি।'

Purba Medinipur bengal panchayat election 2023 panchayat election 2023 bjp tmc
Advertisment