মোদী সরকারের মস্তিষ্কপ্রসূত ব্যবস্থাকে সমর্থনের সিদ্ধান্ত ভুল ছিল বলে মনে করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্য রাজ্যগুলির পাশাপাশি কেন্দ্রের জিএসটি-কে সমর্থন জানিয়েছিল পশ্চিমবঙ্গ সরকার। তবে রাজ্যের সেই সিদ্ধান্তে এখন 'আফশোস' করছেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার সিঙ্গুরে 'রাস্তাশ্রী-পথশ্রী' প্রকল্পের উদ্বোধনী মঞ্চ থেকে জিএসটি নিয়ে কেন্দ্রকে নিশানা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
Advertisment
মঙ্গলবার 'রাস্তাশ্রী' প্রকল্পের আওতায় ১২ হাজার কিলোমিটার রাস্তা সংস্কার প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রকল্পের সূচনা করে মুখ্যমন্ত্রী এদিন জানিয়েছেন, রাজ্য নিজের টাকাতেই এই প্রকল্প চালাচ্ছে। এই প্রকল্পে কেন্দ্রীয় সরকারের তরফে কোনও রকম সহায়তা মিলছে না বলেও জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
এরপরেই জিএসটি নিয়ে সরব হন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, 'জিএসটি করে দিল্লি সব টাকা তুলে নিয়ে যায়। ওটাকে সমর্থন করা আমাদের ভুল হয়েছিল। আগে ভেবেছিলাম এতে রাজ্যগুলির উপকার হবে। কিন্তু এখন নো দেখছি ১০০ দিনের কাজের টাকাও ওরা দিচ্ছে না।'
প্রসঙ্গত, দেশজুড়ে 'এক দেশ এক কর' ব্যবস্থা চালু হয়েছিল সেই ২০১৭ সালে। মোদী সরকারের এই পদক্ষেপের জেরে রাজ্য সরকারগুলি আলাদা করে আর কর নিতে পারে না। কেন্দ্র একবার কর আদায় করে নিয়ে ৫ বছর অন্তর রাজ্য সরকারগুলিকে তার ক্ষতিপূরণ বাবদ টাকা দেবে, এটাই জিএসটির নিয়ম।
কেন্দ্রের বিজেপি সরকারের এই পদক্ষেপকে প্রথমে বাকি রাজ্যগুলির পাশাপাসি পশ্চিমবঙ্গের তৃণমূল নেতৃত্বাধীন সরকারও সমর্থন জানিয়েছিল। যদিও রাজ্যের সেই সিদ্ধান্ত সঠিক ছিল না বলেই মনে করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।