Advertisment

Supreme Court: অনুমতি দিল সুপ্রিম কোর্ট, নতুন করে কোন দিকে গড়াচ্ছে সন্দেশখালির জল?

Sandeshkhali: লোকসভা নির্বাচনের আবহে সন্দেশকালি নিয়ে চর্চা যেন থামছেই না। সন্দেশখালির নিয়ে গত কয়েকদিনে বেশ কয়েকটি ভিডিও ভাইরাল হয়েছে। এলাকার বিজেপি নেতা গঙ্গাধর কয়াল-সহ বেশ কয়েকজন মহিলার বক্তব্য নিয়েও ভিডিও ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেই ভিডিওগুলির কয়েকটিকে হাতিয়ার করে সন্দেশখালি কাণ্ডের গোটা দায় বিজেপির উপরে চাপিয়ে সুর চড়াচ্ছে রাজ্যের শাসকদল তৃণমূল।

author-image
IE Bangla Web Desk
New Update
supreme court allows the petition by a group of women in sandeshkhali

Sandeshkhali: সন্দেশখালি নিয়ে চর্চা থামছেই না। এবার কোন পদক্ষেপ সুপ্রিম কোর্টের?

Sandeshkhali: সন্দেশখালি নিয়ে চর্চা যেন থামছেই না! সম্প্রতি সন্দেশখালির (Sandeshkhali) ঘটনা নিয়ে কয়েকটি ভিডিও সামনে আসতেই তোলপাড় পড়ে গিয়েছে বঙ্গ রাজনীতিতে। সন্দেশখালির মহিলাদের একাংশ মূল মামলার সঙ্গে যুক্ত হতে চেয়ে শীর্ষ আদালতের দৃষ্টি আকর্ষণ করেছিলেন। মঙ্গলবার তাঁদের মূল মামলার সঙ্গে যুক্ত করার অনুমতি দিয়েছে সর্বোচ্চ আদালত। সম্ভবত আগামী জুলাই মাসে সন্দেশখালি মামলার শুনানি হবে সুপ্রিম কোর্টে (Supreme Court)। তখনই এলাকার একাংশের মহিলার বক্তব্যও শুনবে আদালত।

Advertisment

সন্দেশখালির ঘটনা নিয়ে তোলপাড় পড়ে গিয়েছেল গোটা রাজ্যে। দ্বীপাঞ্চলের পরিস্থিতির কথা গোটা দেশে ছড়িয়ে পড়েছিল। তবে গত কয়েক সপ্তাহ ধরে সন্দেশকালির গোটা পর্ব একই দিকে এগোচ্ছিল।

তবে সম্প্রতি সন্দেশখালি নিয়ে এলাকারই BJP নেতা গঙ্গাধর কয়ালের কয়েকটি ভিডিও ভাইরাল হয়েছে। এছাড়াও সেখানকার আরও কিছু মহিলার বক্তব্য নিয়েও কয়েকটি ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। যদিও ভিডিওগুলির সত্যতা যাচাই করেনি ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা।

আরও পড়ুন- CV Ananda Bose: ফের রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির নালিশ! এবার এক নৃত্যশিল্পীর অভিযোগে নবান্নে রিপোর্ট জমা

BJP নেতা গঙ্গাধর কয়ালের (Gangadhar Koyal) ভিডিও-র মূল বক্তব্য হল, সন্দেশখালির কয়েকজন মহিলাকে 'ধর্ষিতা' বলে সাজিয়ে দেখানো হয়েছে। তাঁর বক্তব্যে শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) নামও এসেছে। যদিও পরবর্তী সময়ে শুভেন্দু অধিকারী জানিয়েছেন, গঙ্গাধর কয়াল কলকাতা হাইকোর্টে ওই ভিডিও নিয়ে মামলা করেছেন।

আরও পড়ুন- Abhijit Ganguly: FIR খারিজ মামলা শুনলেনই না বিচারপতি জয় সেনগুপ্ত! এবার কী করবেন বিজেপির অভিজিৎ?

এমনকী গঙ্গাধর কয়ালের বক্তব্যের ভিডিও-র পিছনে স্থানীয় পুলিশ প্রশাসনেরও যোগ রয়েছে বলে দাবি বিরোধী দলনেতার। এই অবহেই এবার নয়া কাণ্ড। সন্দেশখালির মূল মামলার সঙ্গে যুক্ত হতে চেয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করেছিলেন মহিলাদের একাংশ। এবার তাঁদের সেই অনুমতি দিল সুপ্রিম কোর্ট।

supreme court tmc bjp Suvendu Adhikari Sandeshkhali loksabha election 2024
Advertisment