Advertisment

নিয়োগ দুর্নীতি: শেষমেশ সুপ্রিম কোর্টেই বিরাট স্বস্তি? নাকি প্যাঁচেই জড়িয়ে অভিষেক?

নিয়োগ দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

author-image
IE Bangla Web Desk
New Update
Abhisek Banerjee will hold programme at Diamond Harbour on DYFI Brigade Rally date

অভিষেক বন্দ্যোপাধ্যায়।

নিয়োগ দুর্নীতির মামলায় অস্বস্তি বহাল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। কলকাতা হাইকোর্টের নির্দেশে হস্তক্ষেপ করল না শীর্ষ আদালত। তবে এক্ষেত্রে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকেও আইন মেনে তাঁদের পদক্ষেপ করার কথা জানিয়েছে সর্বোচ্চ আদালত।

Advertisment

কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদের অভিযোগ ছিল, বিচারপতি সিনহা ইডির তদন্তে তদারকি করছেন, তাঁর মা-বাবাকেও মামলার সঙ্গে জড়িয়ে দেওয়া হচ্ছে। বিচারপতি সিনহার নির্দেশকে চ্যালেঞ্জ করে এরপর কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিলেন তৃণমূল সাংসদ। সিঙ্গল বেঞ্চের নির্দেশে তাঁরাও হস্তক্ষেপ করেনি।

আরও পড়ুন- পাহাড়ে সম্পর্কের নয়া জাল বুনলেন মমতা, ঢালাও সুবিধায় ভরিয়ে ভোটের মুখে কল্পতরু মুখ্যমন্ত্রী

এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েও সুরাহা মিলল না তৃণমূল সাংসদের। তবে ইডিকেও আইনের মধ্যে থেকে সবরকম পদক্ষেপ করতে নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি মামলার একযোগে তদন্ত করছে সিবিআই ও ইডি। তদন্তে নেমে কালীঘাটের কাকু ওরফ সুজয়কৃষ্ণ ভদ্রকে গ্রেফতার করেছে ইডি।

আরও পড়ুন- Premium: বারুইপুরের অহঙ্কার পেয়ারা! হাজার-হাজার পরিবারের আয়ের দিশা এই চাষে

এরপরেই লিপস অ্যান্ড বাউন্ডস নামে একটি সংস্থার হদিশ মেলে। সেই সংস্থার সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যোগ রয়েছে বলে দাবি কেন্দ্রীয় সংস্থার। তারই ভিত্তিতে একাধিকবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেকে পাঠিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। শুধু অভিষেকই নন, তাঁর মা-বাবাকে ডেকে পাঠিয়েও জিজ্ঞাসাবাদ চালিয়েছে ইডি।

abhishek banerjee West Bengal Calcutta High Court leaps and bounds ED Sujaykrishna Bhadra kalighater kaku supreme court
Advertisment