মহাষষ্ঠীতে মানিক পেলেন মহাদুঃসংবাদ! জামিন চেয়ে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন রাজ্য প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য। মানিকের আর্জি ইস্যুতে শীর্ষ আদালতের অবস্থান পুজোর মরশুমে তৃণমূল বিধায়কের অস্বস্তি আরও বাড়াল।
মানিক ভট্টাচার্যের জামিনের আর্জিতে শুক্রবার কানই পাতেনি সর্বোচ্চ আদালত। শিক্ষক নিয়োগ দুর্নীতিতে ধৃত মানিক ভট্টাচার্যের জামিনের আবেদন না শুনলেও সুপ্রিম কোর্টের বিচারপতি এএস বোপান্না ও বিচারপতি নরসিমার বেঞ্চ কলকাতা হাইকোর্টকে আগামী ১৬ নভেম্বর মামলার শুনানির নিষ্পত্তি করতে নির্দেশ দিয়েছে। যদিও মানিক ভট্টাচার্যের জামিন আটকাতে এদিনও শীর্ষ আদালতে সোচ্চার ভূমিকায় দেখা গেছে ইডির আইনজীবীকে।
মানিক ভট্টাচার্য অত্যন্ত প্রভাবশালী একজন ব্যক্তি বলে আবারও দাবি করা হয় ইডির তরফে। গ্রেফতারির এক বছর পরেও তাঁকে বিধায়ক পদ থেকে বহিষ্কার না করার বিষয়টিও আদালতের সামনে তুলে ধরেন ইডির আইনজীবী। মানিক ভট্টাচার্য জামিন পেলে তিনি সাক্ষীদের প্রভাবিত করতে পারেন বলেও আশঙ্কা প্রকাশ করা হয়।
আরও পড়ুন- ভিড়ের সুযোগে বিনা টিকিটে মেট্রোয়? ধরা পড়লেই গুণতে হবে কড়া মাশুল!
শুক্রবার সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে মানিক ভট্টাচার্যের জামিনের আবেদনের শুনানি হবে কলকাতা হাইকোর্টেই। উল্লেখ্য, কলকাতা হাইকোর্টে মানিক ভট্টাচার্যের জামিনের আর্জির শুনানির চারটি তারিখ পেরিয়ে গেলেও শুনানি অধরা রয়ে গিয়েছে। তবে এবার শীর্ষ আদালত জানিয়ে দিয়েছে আগামী ১৬ নভেম্বর মামলার শুনানির নিষ্পত্তি করতে হবে কলকাতা হাইকোর্টকে।