/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/11/ie-supreme-court-5-2.jpg)
'সুপ্রিম ধমক',DA মামলায় প্রবল চাপে রাজ্য, বড় নির্দেশ শীর্ষ আদালতের
DA Case Today: রাজ্য সরকারি কর্মীদের ডিএ (মহার্ঘ ভাতা) মামলায় গুরুত্বপূর্ণ রায় দিল দেশের শীর্ষ আদালত। শুক্রবার সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ রাজ্য সরকারকে অন্তর্বর্তীকালীন নির্দেশে জানিয়েছে, রাজ্য সরকারি কর্মচারীদের ২৫ শতাংশ ডিএ প্রদান করতে হবে। এই নির্দেশ কার্যকর করার জন্য রাজ্য সরকারকে তিন মাস সময়ও দিয়েছে সুপ্রিম কোর্ট।
চাকরিহারাদের উপর বেধড়ক লাঠিচার্জ, কী ব্যাখ্যা দিল পুলিশ?
বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চ এই অন্তর্বর্তীকালীন নির্দেশ জারি করেন। মামলার পরবর্তী শুনানি আগস্টে হওয়ার কথা রয়েছে।
উল্লেখ্য, কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ হারের সঙ্গে সমতা চেয়ে বহুদিন ধরেই আন্দোলন করছেন রাজ্য সরকারি কর্মীরা। বিষয়টি নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন রাজ্যের সরকারি কর্মীদের একটি অংশ। ২০২২ সালের মে মাসে কলকাতা হাইকোর্ট রাজ্য সরকারি কর্মীদের পক্ষে রায় দিয়ে রাজ্য সরকারকে কেন্দ্রীয় হারের সঙ্গে ডিএ দেওয়ার নির্দেশ দেয়।
তবে রাজ্য সরকার এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করে। আপিল চলাকালীন, রাজ্য সরকার ডিএ বাড়ালেও তা কেন্দ্রীয় হারের তুলনায় অনেকটাই কম। বর্তমানে, যেখানে কেন্দ্রীয় কর্মচারীরা ৫৫% হারে ডিএ পান, রাজ্য সরকারি কর্মীরা পান মাত্র ১৮% — এমনকি ২০২৫ সালের এপ্রিল থেকে ৪% বৃদ্ধির পরেও ব্যবধান রয়ে গিয়েছে।
অপারেশন সিন্দুর স্রেফ ট্রেলার, 'পিকচার আভি বাকি হ্যায়', হুঙ্কার ভারতের
ফলে, রাজ্যের প্রায় ১০ লক্ষ সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের মধ্যে তীব্র অসন্তোষ তৈরি হয়। তাঁদের দাবি, ডিএ শুধুমাত্র একটি আর্থিক ভাতা নয়, বরং এটি মুদ্রাস্ফীতি এবং মূল্যবৃদ্ধির মোকাবিলায় একটি গুরুত্বপূর্ণ ক্ষতিপূরণ ব্যবস্থা।
সুপ্রিম কোর্টের এই অন্তর্বর্তী আদেশে স্বাভাবিকভাবেই কিছুটা স্বস্তি পেয়েছেন রাজ্য সরকারি কর্মীরা। তবে চূড়ান্ত রায় না হওয়া পর্যন্ত আন্দোলনের ধারায় কোনও বদল হবে না বলেই মনে করছেন কর্মচারী মহলের প্রতিনিধিরা।