Advertisment

Justice Amrita Sinha: বিচারপতি অমৃতা সিনহার স্বামীর বিরুদ্ধে মামলা, নজিরবিহীন পদক্ষেপ সুপ্রিম কোর্টের

Justice Amrita Sinha's Husband Case: একটি পারিবারিক অভিযোগের তদন্তে প্রভাব খাটানোর অভিযোগ উঠেছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার স্বামীর বিরুদ্ধে। ভবানী ভবনে ডেকে পাঠিয়ে বিচারপতি সিনহার স্বামীকে একটানা জিজ্ঞাসাবাদ করেছিলেন CID-র তদন্তকারীরা। সিআইডির এই তৎপরতার পিছনে অভিসন্ধি ছিল বলে শুরু থেকেই অভিযোগ করে চলেছিলেন বিচারপতি সিনহার স্বামী।

author-image
IE Bangla Web Desk
New Update
Supreme Court dismissed the case filed against Justice Amrita Sinhas husband

Supreme Court: সুপ্রিম কোর্ট।

Justice Amrita Sinha's Husband Case: বিচারপতি অমৃতা সিনহার (Amrita Sinha) স্বামীর বিরুদ্ধে করা মামলা খারিজ করে দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। একটি পারিবারিক মামলায় বিচারপতি সিনহার স্বামী প্রতাপচন্দ্র দে'র (Pratap Chandra Dey) বিরুদ্ধে প্রভাব খাটানোর অভিযোগ ওঠে। তাঁর বিরুদ্ধে পুলিশ FIR দায়ের করে। সেই অভিযোগের তদন্তভার দেওয়া হয় CID-কে। শুক্রবার সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জীব খান্না ও দীপঙ্কর দত্তের ডিভিশন বেঞ্চে মামলাটি উঠলে তা খারিজ হয়ে যায়।

Advertisment

এদিন শীর্ষ আদালতের দুই বিচারপতির বেঞ্চ এই মামলাটি খারিজ করে দিয়েছে। সর্বোচ্চ আদালতের এবিষয়ে রাজ্যের উদ্দেশ্যে মন্তব্য, "FIR দায়ের নিয়ে রাজনীতি করবেন না।" উল্লেখ্য, কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি অমৃতা সিনহার (Justice Amrita Sinha) স্বামী প্রতাপচন্দ্র দে'র বিরুদ্ধে পারিবারিক একটি মামলায় প্রভাব খাটানোর অভিযোগ উঠেছিল। CID সেই অভিযোগের তদন্তভার নিলে ডেকে পাঠায় প্রতাপচন্দ্র দে'কে। তাঁকে একটানা জিজ্ঞাসাবাদও করেন তদন্তকারীরা।

আরও পড়ুন- Sandeshkhali: সন্দেশখালির ভিডিও নিয়ে হাইকোর্টে BJP নেতা, গঙ্গাধরদের বিরুদ্ধে FIR পুলিশের, কমিশনে যাচ্ছে তৃণমূল

শুরু থেকেই CID বা রাজ্যের এই পদক্ষেপকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে সোচ্চার হতে থাকেন বিচারপতি সিনহার স্বামী। এর বিহিত চেয়ে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, রাজ্যপালকে চিঠি পর্যন্ত লিখেছিলেন তিনি। CID তাঁর উপর মানসিক নির্যাতন চালাচ্ছে বলে তিনি অভিযোগ করেন। এই মামলায় সুপ্রিম কোর্ট আগেই জানিয়েচিল সিআইডি বাড়তি কোনও পদক্ষেপ করতে পারবে না। তবে শুক্রবার মামলাটিই খারিজ করে দিল শীর্ষ আদালত।

আরও পড়ুন- Dipsita Dhar: রচনাকে বেশ পছন্দ দীপ্সিতার! মমতা-কল্যাণের অঙ্গভঙ্গি নিয়েও সপাটে জবাব বাম প্রার্থীর

supreme court CID Justice Amrita Sinha
Advertisment