SSC-র Group D-তে নতুন নিয়োগ নয়, বিরাট নির্দেশ এবার সুপ্রিম কোর্টের

চাকরি খোয়ানোর আবেদনের ভিত্তিতেই এই নির্দেশ শীর্ষ আদালতের।

চাকরি খোয়ানোর আবেদনের ভিত্তিতেই এই নির্দেশ শীর্ষ আদালতের।

author-image
IE Bangla Web Desk
New Update
Supreme Court suspends CBI-ED probe into municipal recruitment corruption

সুপ্রিম কোর্ট।

এসএসসি-র গ্রুপ ডি-র ১৯১১টি শূন্যপদে নতুন করে নিয়োগে অন্তর্বর্তী স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের। সুতরাং ওই শূন্যপদগুলিতে আপাতত নতুন করে নিয়োগ করতে পারবে না স্কুল সার্ভিস কমিশন। তবে নতুন নিয়োগ না হলেও তাঁদের চাকরি বাতিলের নির্দেশের উপর স্থগিতাদেশ দেয়নি শীর্ষ আদালতের ডিভিশন বেঞ্চ। অনিয়ম করে চাকরি পাওয়ার অভিযোগে এর আগে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ১৯১১ জনের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন।

Advertisment

উল্লেখ্য, বেনিয়ম করে চাকরি পাওয়ার অভিযোগে এর আগে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ১৯১১ জনের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন। এমনকী তাঁদের বেতন ফেরানোরও নির্দেশ দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।

আরও পড়ুন- বঙ্গে BJP-র এই উত্থানে তিনিই ছিলেন অন্যতম ‘নায়ক’, তাঁর প্রয়াণে শোকের ছায়া

সিঙ্গল বেঞ্চের সেই নির্দেশের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিলেন চাকরি খোয়ানো প্রার্থীরা। ডিভিশন বেঞ্চ তাঁদের বেতন ফেরানোর নির্দেশে স্থগিতাদেশ দেয়। তবে চাকরি বাতিলের নির্দেশে স্থগিতাদেশ দেয়নি ডিভিশন বেঞ্চও।

Advertisment

আরও পড়ুন- মমতা-অভিষেককে বিঁধতে ‘আজব ছড়া’ অগ্নিমিত্রারও, কম যান না অনুপমও!

এরপর হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে স্পেশাল লিভ পিটিশন দায়ের করেন চাকরি হারানো প্রার্থীদের একাংশ। তাঁদের সেই আবেদনের ভিত্তিতেই এবার সুপ্রিম কোর্ট জানাল, আপাতত গ্রুপ ডি-র ১৯১১টি শূন্যপদে নতুন নিয়োগ করতে পারবে না স্কুল সার্ভিস কমিশন।

supreme court highcourt WB SSC Scam