Advertisment

Anubrata Mondal: গরু পাচার মামলায় অনুব্রতর জামিন সুপ্রিম কোর্টে, কিন্তু তিহাড়েই থাকতে হচ্ছে তাঁকে

Anubrata Mondal gets bail: ২০২২ সালের অগাস্ট মাসের মাঝামাঝি সময় বোলপুরে নিজের বাড়ি থেকেই গ্রেফতার হয়েছিলেন অনুব্রত মণ্ডল ওরফে কেষ্ট। তাঁকে প্রথমে গ্রেফতার করে সিবিআই। প্রথমে আসানসোল সংশোধনাগারে রাখা হয়েছিল কেষ্টকে। পরে তিহাড় জেলে নিয়ে যাওয়া হয় তাঁকে। সেই থেকে তিহাড় জেলেই বন্দি তিনি। এই একই মামলায় ওই বছরের নভেম্বর মাসে ইডিও তাঁকে গ্রেফতার করেছিল।

author-image
IE Bangla Web Desk
New Update
Anubrata Mondal gets bail, Supreme Court

Anubrata Mondal gets bail: গরু পাচার মামলায় অবশেষে জামিন পেলেন বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল।

Anubrata Mondal gets bail: গরু পাচার মামলায় অবশেষে জামিন পেলেন বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। মঙ্গলবার সুপ্রিম কোর্টে তাঁর জামিনের মামলার শুনানি ছিল। শুনানি শেষে বীরভূমের তৃণমূল জেলা সভাপতির জামিন মঞ্জুর করেন বিচারপতি বেলা এম ত্রিবেদী এবং বিচারপতি সতীশচন্দ্র শর্মার ডিভিশন বেঞ্চ। সিবিআই মামলায় জামিন পেলেন অনুব্রত।

Advertisment

প্রসঙ্গত, ২০২২ সালের অগাস্ট মাসের মাঝামাঝি সময় বোলপুরে নিজের বাড়ি থেকেই গ্রেফতার হয়েছিলেন অনুব্রত মণ্ডল ওরফে কেষ্ট। তাঁকে প্রথমে গ্রেফতার করে সিবিআই। প্রথমে আসানসোল সংশোধনাগারে রাখা হয়েছিল কেষ্টকে। পরে তিহাড় জেলে নিয়ে যাওয়া হয় তাঁকে। সেই থেকে তিহাড় জেলেই বন্দি তিনি। এই একই মামলায় ওই বছরের নভেম্বর মাসে ইডিও তাঁকে গ্রেফতার করেছিল।

সিবিআই মামলায় জামিনের আবেদন করে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন অনুব্রত। সেই মামলায় শুনানির সময় তাঁর আইনজীবী বার বার সওয়াল করেন, গরু পাচার মামলায় অন্য অভিযুক্তরা ছাড়া পাচ্ছেন। কিন্তু তাঁর মক্কেলকে আটকে রাখা হয়েছে। কেন্দ্রীয় এজেন্সির তরফে অনুব্রতর জামিনের বিরোধিতা করা হয়। তাঁদের যুক্তি এই মামলায় অনুব্রতই মূল অভিযুক্ত। জামিনে ছাড়া পেলে সমস্ত সাক্ষ্যপ্রমাণ নষ্ট করতে পারেন তিনি। যে কারণে বেশ কয়েকবার জামিন খারিজ হয়ে যায় তাঁর।

আরও পড়ুন Suvendu Adhikari: বঙ্গভঙ্গ ইস্যু মিলিয়ে দিল শুভেন্দু-মমতাকে, মুখ্যমন্ত্রীর সুরেই কথা রাজ্যের বিরোধী দলনেতার

তবে এখনই তিনি তিহাড় থেকে মুক্তি পাচ্ছেন না অনুব্রত। গরু পাচার মামলায় আর্থিক তছরুপের অভিযোগ উঠেছিল। যার জেরে ইডি স্বতঃপ্রণোদিত ভাবে গরু পাচার মামলায় তদন্ত শুরু করে। তার পরই সিবিআই হেফাজতে থাকাকালীনই অনুব্রতকে গ্রেফতার করে ইডি। সিবিআই মামলায় জামিন পেলেও ইডির মামলা এখনও চলছে দিল্লি হাইকোর্টে। সূত্রের খবর, খুব তাড়াতাড়ি সেই মামলার শুনানি হবে হাইকোর্টে। যত দিন পর্যন্ত না সেই মামলায় অনুব্রত জামিন পাচ্ছেন, তত দিন পর্যন্ত জেলেই থাকতে হবে তাঁকে।

Supreme Court of India Cow Smuggling West Bengal anubrata mondal
Advertisment