Advertisment

Supreme Court: দুই বিচারপতির সংঘাত: মেডিক্যালে ভর্তি দুর্নীতি মামলায় নজিরবিহীন নির্দেশ সুপ্রিম কোর্টের

Supreme Court: এর আগে মেডিক্যালে ভর্তি দুর্নীতি সংক্রান্ত মামলাকে কেন্দ্র করে বেনজির অস্থিরতা তৈরি হয় কলকাতা হাইকোর্টে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নজিরবিহীনভাবে মারাত্মক অভিযোগ এনেছিলেন হাইকোর্টেরই আর এক বিচারপতি সৌমেন সেনের বিরুদ্ধে। কোনও রাজনৈতিক দলকে বাঁচাতে তৎপরতা নিচ্ছেন বিচারপতি সৌমেন সেন, এমনই অভিযোগ ছিল বিচারপতি গঙ্গোপাধ্যায়ের। খোদ বিচারব্যবস্থার অন্দরেই এমন তুমুল বিতর্ক ঘিরে চর্চাও বাড়ছিল।

author-image
IE Bangla Web Desk
New Update
Supreme Court ordered to transefer medical entrance case from calcutta highcourt

সুপ্রিম কোর্ট। (ফাইল ছবি)

Supreme Court: কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) থেকে মেডিক্যালে ভর্তির সব মামলা সরে গেল সুপ্রিম কোর্টে (Supreme Court)। কলকাতা হাইকোর্টের সিঙ্গল ও ডিভিশন বেঞ্চ আর মেডিক্যালে ভর্তি দুর্নীতি সংক্রান্ত মামলার শুনানি করতে পারবে না। এবার থেকে সব মামলার শুনানি করবে দেশের সর্বোচ্চ আদালত। ৩ সপ্তাহ পর ফের মামলার শুনানি হবে।

Advertisment

নজিরবিহীন নির্দেশ সুপ্রিম কোর্টের। কলকাতা হাইেকোর্টের দুই বিচারপতির সংঘাতের জেরে এবার মেডিক্যালে ভর্তি সংক্রান্ত দুর্নীতি মামলা সরে গেল সুপ্রিম কোর্টে। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির স্পেশাল বেঞ্চ মামলা সরিয়ে নিল কলকাকা হাইকোর্ট থেকে। এর আগে ২৭ জানুয়ারি মেডিক্যালে ভর্তি দুর্নীতি সংক্রান্ত মামলায় সিঙ্গল ও ডিভিশন বেঞ্চের যাবতীয় নির্দেশে স্থগিতাদেশ দিয়েছিল। আজ মামলার শুনানিতে নজিরবিহীন পদক্ষেপ সুপ্রিম কোর্টের। মেডিক্যালে ভর্তি সংক্রান্ত দুর্নীতি মামলা কলকাতা হাইকোর্ট থেকে সরিয়ে নিল সুপ্রিম কোর্ট।

এদিন, মামলার শুনানিতে রাজ্যের আইনজীবী কপিল সিব্বাল (Kapil Sibal) সওয়ালে বলেন, "এই সংক্রান্ত বাকি মামলা এখনও হাইকোর্টে বিচারাধীন। সংরক্ষিত আসনে আরও কিছু পড়ুয়া সিবিআই চেয়ে মামলা করতে চায়। এই ধরনের মামলা গ্রহণ করছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়, ভবিষ্যতেও তিনি তা করতে পারেন।"

আরও পড়ুন- Madhyamik Examination: এবছরের মাধ্যমিক পরীক্ষা নিয়ে বিরাট আপডেট, শিক্ষক-শিক্ষিকারা এখবর আগে জানুন!

কপিল সিব্বলের এই সওয়াল শুনে পাঁচ বিচারপতির স্পেশাল বেঞ্চের পর্যবেক্ষণ, "কার বিচার্য বিষয় কী হবে তা ঠিক করবেন হাইকোর্টের প্রধান বিচারপতি। হাইকোর্টের প্রশাসনিক প্রধান তিনি। উপযুক্ত পদক্ষেপ তিনিই করবেন।" কপিল সিব্বল ছাড়াও এদিন মামলার শুনানিতে উপস্থিত ছিলেন সর্বভারতীয় তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhisek Banerjee) আইনজীবী অভিষেক মনু সিংভিও (Abhishek Singhvi)।

আরও পড়ুন- Sanatan Rudra Pal: অনন্য শিল্পকর্মকে বিরাট সম্মান, পদ্মশ্রী মেয়ে আপ্লুত ‘মাটির মানুষ’ সনাতন রুদ্রপাল

তিনিও বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Justice Abhijit Gangopadhyay) বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলেন। যদিও এদিন সিব্বল বা সিংভি কারও সওয়ালেই বিশেষ আমল না দিয়ে সুপ্রিম কোর্ট এক্ষেত্রে স্পষ্ট অবস্থান নিয়েছে। আগামী ৩ সপ্তাহ পর ফের শীর্ষ আদালতে এই মামলার শুনানি হবে। কলকাতা হাইকোর্টে মেডিক্যালে ভর্তি দুর্নীতি সংক্রান্ত মামলার শুনানি হবে না।

Justice Soumen sen West Bengal kolkata highcourt supreme court justice abhijit ganguly
Advertisment