Advertisment

বিরাট জটে পঞ্চায়েত ভোট? শুভেন্দুর মামলায় কী পদক্ষেপ সুপ্রিম কোর্টের?

কলকাতা হাইকোর্টের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা করেছিলেন বিরোধী দলনেতা।

author-image
IE Bangla Web Desk
New Update
supreme court rejects suvendu adhikaris appeal regarding panchayat election

শুভেন্দুর মামলা নিয়ে কী জানাল শীর্ষ আদালত?

সুপ্রিম কোর্টে মুখ পুড়ল শুভেন্দু অধিকারীর। বিরোধী দলনেতার দায়ের করা মামলা শুনলই না শীর্ষ আদালত। পঞ্চায়েত ভোট নিয়ে কলকাতা হাইকোর্টের রায়ই বহাল রাখল সর্বোচ্চ আদালত। মোটের উপর, সুপ্রিম কোর্টে জট কাটল এরাজ্যের পঞ্চায়েত ভোটের।

Advertisment

পঞ্চায়েত ভোট নিয়ে যাবতীয় সিদ্ধান্ত নেওয়ার ভার রাজ্য নির্বাচন কমিশনের উপরেই ছেড়েছিল কলকাতা হাইকোর্ট। কবে ভোট হবে, কোন প্রক্রিয়ায় নির্বাচন হবে গোটা বিষয়টি নিয়ে সিদ্ধান্ত রাজ্য নির্বাচন কমিশনকেই নিতে হবে বলে স্পষ্ট করে দিয়েছিল হাইকোর্ট। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কলকাতা হাইকোর্টের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা করেছিলেন।

আরও পড়ুন- ‘আপ জ্যায়সা গভর্নর পহেলিবার দেখা’, হনুমান জয়ন্তীতে রাজ্যপালের প্রশংসায় পঞ্চমুখ একবালপুর

বুধবারই তাঁর দায়ের করা মামলার দ্রুত শুনানির জন্য আবেদন জানিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা। সেই মতো বৃহস্পতিবার মামলাটি শুনানির জন্য উঠলে সরাসরি সেটি খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট। মামলার শুনানিতে নিজের বক্তব্য জানানোর সুযোগই কার্যত পাননি শুভেন্দু অধিকারীর আইনজীবী। অতএব এরাজ্যের ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন নিয়ে আপাতত আর কোনও জট রইল না বলেই মনে করছে রাজনৈতিক মহল।

আরও পড়ুন- নিয়োগ দুর্নীতিতে প্রভাবশালীরা: নীরব কুন্তল! ‘ওর কাছে নতুন নাম শুনুন’- কাকে ইঙ্গিত তাপসের?

এর আগে পঞ্চায়েত ভোট নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সে সময়ে হাইকোর্টের প্রধান বিচারপতি শ্রী প্রকাশ শ্রীবাস্তব স্পষ্টভাবে জানিয়ে দেন, পঞ্চায়েত নির্বাচন সংক্রান্ত সব সিদ্ধান্তই নেবে রাজ্য নির্বাচন কমিশন। এরাজ্যের ওবিসি সম্প্রদায়ের গণনার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্টে এটি জনস্বার্থ মামলা করেছিলেন শুভেন্দু অধিকারী। সেই মামলাতেই হাইকোর্ট এই পর্যবেক্ষণ করে। পঞ্চায়েত ভোট নিয়ে যাবতীয় সিদ্ধান্ত নেওয়ার ভার হাইকোর্ট রাজ্য নির্বাচন কমিশনকেই নিতে বলে। উচ্চ আদালতের সেই সিদ্ধান্তকেই চ্যালেঞ্জ করে সর্বোচ্চ আদালতে মামলা করেন শুভেন্দু অধিকারী।

supreme court highcourt Suvendu Adhikari
Advertisment