Success Story: বাংলাদেশে আয়োজিত আন্তর্জাতিক প্রাপ্তবয়স্কদের হাঁটা প্রতিযোগিতায় স্বর্ণপদক পেলেন মালদার গৃহবধূ সুপ্রিয়া দাস। সংসার সামলে ওই গৃহবধূর এহেন কীর্তিতে রীতিমত খুশির হাওয়া মালদা শহরে। সিঙ্গাতলা এলাকার বাসিদা সুপ্রিয়াদেবীর এহেন সাফল্যকে সাধুবাদ জানিয়েছেন মালদা জেলা জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারা।
এর আগেও হেঁটে একাধিক পদক জিতেছেন মালদার গৃহবধূ সুপ্রিয়া দাস। এবার দুই কিলোমিটার হেঁটে বিশ্বসেরা হলেন তিনি। তবে শুধুমাত্র হেঁটে নয়, পাশাপাশি রিলে দৌড় ও দৌড় প্রতিযোগিতাতেও একাধিক পদক পেয়েছেন তিনি। বাংলাদেশে আয়োজিত হওয়া আন্তর্জাতিক প্রাপ্তবয়স্কদের ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন মালদা শহরের বাসিন্দা সুপ্রিয়া দাস। তাঁর স্বামী রাজু দাস পেশায় পুলিশ কর্মী। ছোট বেলা থেকেই খেলাধুলায় ভাল ছিলেন সুপ্রিয়া দাস। কিন্তু বিয়ে হয়ে যাওয়ার আর তেমন ভাবে খেলাধুলা চালিয়ে যাওয়া সম্ভব হয় নি। সংসার সামলে প্রায় ১৪ বছর পর ২০২৩ সালে আবার শুরু করেন অনুশীলন। গত এক বছরে জাতীয় ও আন্তর্জাতিক স্তরের অ্যাথলেটিকস প্রতিযোগিতায় একাধিক সাফল্য এসেছে। ইতিমধ্যে একাধিক পদক জিতেছেন তিনি।
গত ২৭ ও ২৮ জুন বাংলাদেশে অনুষ্ঠিত হয় ইন্টারন্যাশনাল ওপেন ভ্যাটেনারি অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপ। সেখানে বিভিন্ন দেশের প্রতিযোগীরা অংশগ্রহণ করেন। মালদার গৃহবধূ সুপ্রিয়া দাস জাতীয় স্তরের প্রতিযোগিতায় সাফল্যের সুবাদে সেখানে সুযোগ পান। দুই কিলোমিটার হাঁটা প্রতিযোগিতায় তিনি স্বর্ণ পদক পেয়েছেন। এছাড়াও রিলে দৌড় ও দৌড় প্রতিযোগিতায় আরও চারটি পদক পেয়েছেন। দুটি দ্বিতীয় ও দুটিতে তৃতীয় স্থান অধিকার করেছেন।
আরও পড়ুন - < Operation Nanhe Farishtey: ভারতীয় রেলের মুকুটে জুড়ল নয়া পালক, অভাবনীয় উদ্যোগে গর্বে বুক ভরে যাবে! >
এই প্রথম নয় , গত এক বছরে একাধিক জাতীয় ও আন্তর্জাতিক স্তরের প্রতিযোগিতায় মূলত হাঁটা প্রতিযোগিতায় স্বর্ণপদক জিতেছেন তিনি। এছাড়াও দৌড় ও রিলে দৌড় প্রতিযোগিতায় ভাল ফল করেছেন। সংসার ও পরিবার সামলে ছেলেমেয়েদের পড়াশোনা সমস্ত কিছুই দেখতে হয় তাঁকে। তার ফাঁকে যেটুকু সময় পান মালদা শহরের পুলিশ লাইন মাঠ অথবা বৃন্দাবনে ময়দানে অনুশীলন করেন। নিজের প্রচেষ্টায় নিয়মিত অনুশীলন করেই প্রাপ্তবয়স্কদের এই অ্যাথলেটিকস প্রতিযোগিতায় নেমে সাফল্য অর্জন করছেন তিনি। তার এমন সাফল্যে খুশি পরিবার থেকে জেলার ক্রীড়া প্রেমী মানুষেরা।