/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/05/metro_13ed60.jpg)
Kolakata Metro: কলকাতা মেট্রো।
Kolkata Metro: যাত্রী সেবায় নিয়োজিত কলকাতা মেট্রো। গতকাল কলকাতার ধর্মতলায় তৃণমূলের শহিদ সমাবেশ ছিল (TMC Shahid Diwas)। রবিবার কাতারে কাতারে যাত্রীর ভিড় ছিল মেট্রোরেলের কামরাগুলিতে। রবিবার ছুটির দিনেও বিপুল যাত্রী পরিবহণে কার্যত নয়া রেকর্ড গড়েছে কলকাতা মেট্রো (Kolkata Metro)।
রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, রবিবার অর্থাৎ ২১ জুলাই বিকেল ৩টে পর্যন্ত কলকাতা মেট্রোর ব্লু লাইনে প্রায় ১ লক্ষ ৯২ হাজার যাত্রী ভ্রমণ করেছেন। তার আগের রবিবার অর্থাৎ ১৪ জুলাই বিকেল ৩টে পর্যন্ত ব্লু লাইনে যত যাত্রী চড়েছিলেন তার চেয়েও ৮০ শতাংশ বেশি যাত্রী চড়েছেন গতকাল। গত ১৪ জুলাই কলকাতা মেট্রোরেলের ব্লু লাইনে বিকেল ৩টে পর্যন্ত প্রায় ১ লক্ষ ৭ হাজার যাত্রী ভ্রমণ করেছিলেন।
গতকাল এসপ্ল্যানেডে রাজনৈতিক সমাবেশের কথা মাথায় রেখে, মেট্রো রেলওয়ে কর্তৃপক্ষ মসৃণ মেট্রো পরিষেবা নিশ্চিত করার জন্য ব্যাপক ব্যবস্থা করেছিল। ব্লু লাইনে পরিষেবা শুরু হয় সকাল ৯টায়।
যাত্রীদের সুবিধার্থে বিভিন্ন স্টেশনে অতিরিক্ত কাউন্টার খোলা হয়েছিল। অতিরিক্ত কর্মীও মোতায়েন করা হয়েছিল। যে কোনও জরুরি পরিস্থিতির মোকাবিলায় এবং নিরাপত্তা নিশ্চিত করতে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ স্টেশনগুলিতে অতিরিক্ত RPF অফিসার ও কর্মীদের মোতায়েন করা হয়েছিল।
মেট্রোরেল ভবন ও স্টেশন থেকে সকাল থেকে ঊর্ধ্বতন মেট্রো আধিকারিকরা সময়ের ভিত্তিতে গোটা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। মেট্রোর সব পরিষেবাগুলি সুষ্ঠুভাবে চলছে। অফিসার, স্টাফ, স্টেশন স্টাফ, RPF-এর কর্মীরা এত বিশাল ভিড় দক্ষতার সাথে পরিচালনা করার জন্য একযোগে কাজ করেছেন।