Advertisment

Amartya Sen: বিশ্বভারতীর বিরুদ্ধে বড় জয় নোবেলজয়ী অমর্ত্য সেনের, আদৌ কী বিতর্কের ইতি?

Visva Bharati University: শান্তিনিকেতনে অমর্ত্য সেনের বাসভবনে বিশ্বভারতীর ১৩ ডেসিমেল জায়গা রয়েছে বলে সরব হয়েছিলেন প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। নোটিস পাঠিয়ে ওই জায়গা নোবেলজয়ীকে বিস্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করতেও বলা হয়। সেই সময় অমর্ত্যের পাশে দাঁড়িয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

author-image
IE Bangla Web Desk
New Update
suri district court gives verdict in favour of amartya sen in visva bharati land dispute case , জমি বিতর্ক মামলায় বিশ্বভারতীয় বিরুদ্ধে জয় পেলেন নোবেলজয়ী অমর্ত্য সেন

নোবেলজয়ী অমর্ত্য সেন।

Amartya Sen Visva Bharati Land Dispute Case: জমি বিবাদ সংক্রান্ত মামলায় নোবেলজয়ী অমর্ত্য সেনের বড় স্বস্তি। তাঁর পক্ষেই রায় গেল সিউড়ি জেলা আদালতের। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উচ্ছেদ সম্বলিত নির্দেশ খারিজ করল আদালত। এই নির্দেশ নিয়ে নোবেলজয়ী বা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া এখনও মেলেনি। জানা যায়নি বিশ্বভারতীর পরবর্তী পদক্ষেপ। ফলে 'প্রতীচী'র জমি বিবাদ মামলার এখনই ইতি হবে, নাকি উচ্চ আদালতে যাবে বিশ্বভারতী কর্তৃপক্ষ তা এখনই স্পষ্ট নয়।

Advertisment

আরও পড়ুন- Rahul Gandhi: রাহুল গান্ধীর গাড়ির কাচ ভাঙচুর! কোথায় ঘটেছে? মুখ খুললেন মমতা

শান্তিনিকেতনে অমর্ত্য সেনের বাসভবনে বিশ্বভারতীর ১৩ ডেসিমেল জায়গা রয়েছে বলে সরব হয়েছিলেন প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। নোটিস পাঠিয়ে ওই জায়গা নোবেলজয়ীকে বিস্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করতেও বলা হয়। সেই সময় অমর্ত্যের পাশে দাঁড়িয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে অমর্ত্য সেনের জমি ছাড়ার ব্যাপারে হবে অনড় ছিলেন বিদ্যুৎ চক্রবর্তী। ফলে মামলা পৌঁছয় সিউড়ি আদালতে। বিশ্বভারতীয় উচ্ছেদ নোটিসের বিরুদ্ধে মামলা করেন নোবেলজয়ী। বুধবার সেই মামলাতেই রায় দিল সিউ়ড়ি জেলা আদালত। জয় পেলেন অমর্ত্য সেন।

আরও পড়ুন- Mamata Banerjee: জোট রাজনীতিতে কোন পথে তৃণমূল? গনি গড়ে স্পষ্ট ঘোষণা মমতার

আদালতের নির্দেশের পর নোবেলজয়ীর আইনজীবী বিমান চৌধুরী বলেছেন, 'আমাদের আবেদন মেনে নিয়েছে আদালত। বিশ্বভারতী যে নোটিস দিয়েছিল তার বিরুদ্ধে আমরা আদালতে আবেদন করেছিলাম। সেই আবেদন মঞ্জুর করেছেন বিচারক।'

আরও পড়ুন- Budget 2024: বাজেট কেমন, বিনা সাহায্যে বুঝতে চান? তাহলে এগুলোয় নজর রাখুন

Visva-Bharati University Bidyut Chakraborty amartya sen Mamata Banerjee
Advertisment