Advertisment

ইংরেজি উচ্চারণ শুধরাতে গিয়ে সোশাল ট্রোলিং-এর মুখে সূর্যকান্ত মিশ্র

আপাতত নেটপাড়ায় বড় অস্বস্তিতে সূর্যকান্ত মিশ্র এবং তাঁর সাধের লাল পতাকা।

author-image
IE Bangla Web Desk
New Update
Surjyakanta Mishra Tweet, Mamata English

নাম না করে মমতা বন্দ্যোপাধ্যায়ের ইংলিশ উচ্চারণ নিয়ে কটাক্ষ করেছেন সিপিএম নেতা সূর্যকান্ত মিশ্র

ইংরেজি অক্ষর 'R' (আর) উচ্চারণে সমস্যা। এ বিষয়ে নাম না করে রাজ্যের মুখ্যমন্ত্রীকে টুইট কটাক্ষ করতে গিয়ে তুমুল সমালোচনার মুখে পড়লেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা সিপিআই(এম)-এর বর্তমান রাজ্য সম্পাদক ডাঃ সূর্যকান্ত মিশ্র। মমতা বন্দ্যোপাধ্যায়ের উচ্চারণ নিয়ে অতীতেও একাধিকবার তীর্যক মন্তব্য করা হয়েছে। তবে, সিপিআই (এম)-এর রাজ্য সম্পাদকের এহেন টুইট মোটেই ভালভাবে গ্রহণ করেনি নেটপাড়া। বরং রাজ্যের মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে এমন মন্তব্যে সমালোচনায় মুখর হয়েছেন অনেকেই।

Advertisment

হেয়ালি করে লিখলেও মন্তব্যের নিশানা বুঝতে অসুবিধা হয়নি নেট নাগরিকদের। সরাসরি এর প্রতিবাদ করে বলেছেন, "মমতা ব্যানার্জিকে রাজনৈতিক আক্রমণের ইস্যু অনেক রয়েছে। লড়াইটা রাজনৈতিক হোক, আক্রমণটাও। ইংলিশ উচ্চারণ খিল্লি করে নয়"। সূর্যকান্ত মিশ্রের শিক্ষাগত যোগ্যতা নিয়েও প্রশ্ন তুলেছে নেট নাগরিকদের একাংশ।

সুদীপ্ত হালদার নামে এক ব্যক্তি লিখেছেন, "আপনি ভন্ড। প্রাথমিক বিভাগে ইংরেজি তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে বামেরা একটি প্রজন্মকে পঙ্গু করে দিয়েছে, তারাই আবার ইংরেজি উচ্চারণ নিয়ে ব্যঙ্গ করছে"।

টুইটের শেষে সূর্যকান্ত মিশ্র 'আর' অর্থাৎ 'রেড' তথা লাল পতাকাকে উঁচিয়ে ধরে 'আর'-কে ফেরৎ আনার আহ্বান জানিয়েছেন। সেই আহ্বানে ইভিএম-এ নির্বাচকরা লাল পতাকাকে কতটা সমর্থন জানাবেন, তা জানা যাবে ২৩ মে। তবে ভোটের ফল যাই হোক, আপাতত নেটপাড়ায় বড় অস্বস্তিতে সূর্যকান্ত মিশ্র এবং তাঁর সাধের লাল পতাকা।

Mamata Banerjee
Advertisment