ইংরেজি অক্ষর 'R' (আর) উচ্চারণে সমস্যা। এ বিষয়ে নাম না করে রাজ্যের মুখ্যমন্ত্রীকে টুইট কটাক্ষ করতে গিয়ে তুমুল সমালোচনার মুখে পড়লেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা সিপিআই(এম)-এর বর্তমান রাজ্য সম্পাদক ডাঃ সূর্যকান্ত মিশ্র। মমতা বন্দ্যোপাধ্যায়ের উচ্চারণ নিয়ে অতীতেও একাধিকবার তীর্যক মন্তব্য করা হয়েছে। তবে, সিপিআই (এম)-এর রাজ্য সম্পাদকের এহেন টুইট মোটেই ভালভাবে গ্রহণ করেনি নেটপাড়া। বরং রাজ্যের মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে এমন মন্তব্যে সমালোচনায় মুখর হয়েছেন অনেকেই।
"Gobment,poblem, theat,poposal, popaganda, poperly, pocuring,pocess, popety, pice, kalpits potection, pesident, poject..
and the list goes on !!!
If you want the " R " back.....vote judiciously ! ????????"Excellent ponunciation!
Hold high the Redflag to get the R back.#Vote4Left— Surjya Kanta Mishra (@mishra_surjya) April 29, 2019
এগুলো বলে কি প্রমান করছেন আপনারা শিক্ষিত??
মনে পড়ে আজ ৩০শে এপ্রিল??
আনন্দমার্গীদের নৃশংস হত্যা নিয়ে কিছু বলবেন না??..নাকি সেদিনের জ্যোতি কাকুর মত আজও বলবেন এমনটা হয়েই থাকে।
এ কেমন শিক্ষিতের পরিচয়??— Shovon (@shovonbiswa007) April 30, 2019
খুব বিচ্ছিরি উচ্চারণ, আজ্ঞে খুবই বিচ্ছিরি উচ্চারণ। তা কত্তা বলচি কি, বাড়ি বাড়ি ভোটের সিলিপ বিলি করার অজুহাতে হুট করে হামলা দিয়ে একটা ইঞ্জিরির পরীক্ষা মত নিলে হয় না? যাদের যাদের অমন উচ্চারণ, তাদের ভোটগুলো না হয় ক্ষ্যামাঘেন্না করে ছেড়েই দিলেন।
— Nirban Roy (@RoyNirban) April 30, 2019
হেয়ালি করে লিখলেও মন্তব্যের নিশানা বুঝতে অসুবিধা হয়নি নেট নাগরিকদের। সরাসরি এর প্রতিবাদ করে বলেছেন, "মমতা ব্যানার্জিকে রাজনৈতিক আক্রমণের ইস্যু অনেক রয়েছে। লড়াইটা রাজনৈতিক হোক, আক্রমণটাও। ইংলিশ উচ্চারণ খিল্লি করে নয়"। সূর্যকান্ত মিশ্রের শিক্ষাগত যোগ্যতা নিয়েও প্রশ্ন তুলেছে নেট নাগরিকদের একাংশ।
সুদীপ্ত হালদার নামে এক ব্যক্তি লিখেছেন, "আপনি ভন্ড। প্রাথমিক বিভাগে ইংরেজি তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে বামেরা একটি প্রজন্মকে পঙ্গু করে দিয়েছে, তারাই আবার ইংরেজি উচ্চারণ নিয়ে ব্যঙ্গ করছে"।
Bloody hypocrite!!! What else do you expect if you stop English education in primary schools till class five? Your blunders make it difficult for everyone else and you expect people to vote for you? Why'll we vote for Left? For going back in time?
— Sudipto Halder | সুদীপ্ত হালদার (@OffSudiptoH) April 30, 2019
সূর্য বাবুর একাউন্ট থেকে যেই টুইট টা করে থাকুক। সূর্য বাবু এবং তার দলের ক্ষতি হল। এটা গ্রহনযোগ্য নয়।
— Krishanu Das (@krish1097) April 30, 2019
টুইটের শেষে সূর্যকান্ত মিশ্র 'আর' অর্থাৎ 'রেড' তথা লাল পতাকাকে উঁচিয়ে ধরে 'আর'-কে ফেরৎ আনার আহ্বান জানিয়েছেন। সেই আহ্বানে ইভিএম-এ নির্বাচকরা লাল পতাকাকে কতটা সমর্থন জানাবেন, তা জানা যাবে ২৩ মে। তবে ভোটের ফল যাই হোক, আপাতত নেটপাড়ায় বড় অস্বস্তিতে সূর্যকান্ত মিশ্র এবং তাঁর সাধের লাল পতাকা।