CJI In India: কে হতে চলেছেন ভারতের পরবর্তী প্রধান বিচারপতি? নাম সুপারিশ CJI-এর

CJI In India: বর্তমান প্রধান বিচারপতি বি.আর. গাভাইয়ের মেয়াদ শেষ হবে আগামী ২৩ নভেম্বর। এরপর ২৪ নভেম্বর দেশের ৫৩ তম প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন বিচারপতি সুর্যকান্ত

CJI In India: বর্তমান প্রধান বিচারপতি বি.আর. গাভাইয়ের মেয়াদ শেষ হবে আগামী ২৩ নভেম্বর। এরপর ২৪ নভেম্বর দেশের ৫৩ তম প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন বিচারপতি সুর্যকান্ত

author-image
IE Bangla Web Desk
New Update
surya-kant-next-chief-justice-of-india

বিচারপতি সুর্যকান্ত

CJI In India: ভারতের পরবর্তী প্রধান বিচারপতি হচ্ছেন বিচারপতি সুর্যকান্ত। বর্তমান প্রধান বিচারপতি বি.আর. গাভাইয়ের  মেয়াদ শেষ হবে আগামী ২৩ নভেম্বর। এরপর ২৪ নভেম্বর দেশের ৫৩ তম প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন বিচারপতি সুর্যকান্ত। সূত্র অনুযায়ী, আইন মন্ত্রকের অনুরোধে প্রধান বিচারপতি গাভাই ইতিমধ্যেই তাঁর উত্তরসূরি হিসেবে বিচারপতি সুর্যকান্তের নাম সুপারিশ করেছেন।

Advertisment

সুপ্রিম কোর্টের পরবর্তী প্রধান বিচারপতি হিসেবে বিচারপতি সূর্য কান্তের নাম সুপারিশ করলেন বর্তমান প্রধান বিচারপতি গাভাই। সোমবার তিনি কেন্দ্রীয় আইন মন্ত্রকে আনুষ্ঠানিকভাবে তাঁর নাম পাঠিয়েছেন। এর মধ্য দিয়ে ভারতের ৫৩ তম প্রধান বিচারপতির নিয়োগ প্রক্রিয়া শুরু হল।

আরও পড়ুন-ধেয়ে আসছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় ‘মন্থা, রাজ্যে রাজ্যে হাই অ্যালার্ট, নামকরণ করল কোন দেশ?

Advertisment

আইন মন্ত্রকের অনুরোধে প্রচলিত নিয়ম মেনেই অবসরপ্রাপ্তির আগে বর্তমান প্রধান বিচারপতি তাঁর উত্তরসূরির নাম প্রস্তাব করেন। প্রধান বিচারপতি গাভাইয়ের মেয়াদ শেষ হচ্ছে আগামী ২৩ নভেম্বর। এরপর ২৪ নভেম্বর শপথ নেবেন বিচারপতি সূর্য কান্ত। তিনি ৯ ফেব্রুয়ারি, ২০২৭ পর্যন্ত এই পদে তাঁর দায়িত্ব পালন করবেন।  অর্থাৎ, তাঁর মেয়াদকাল হতে চলেছে প্রায় ১৪ মাসের।

সূত্র অনুযায়ী, কেন্দ্রীয় সরকারের অনুমোদনের পর বিচারপতি সূর্য কান্তই হতে চলেছেন ভারতের পরবর্তী তথা ৫৩তম প্রধান বিচারপতি।

আরও পড়ুন- আতঙ্ক বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘মন্থা’! রাজ্যের একাধিক জেলায় বৃষ্টি ও দুর্যোগের আশঙ্কা

বিচারপতি সূর্য কান্ত কে?

বিচারপতি সূর্য কান্তের জন্ম ১৯৬২ সালের ১০ ফেব্রুয়ারি হরিয়ানার হিসারে। ১৯৮১ সালে হিসারের সরকারি স্নাতকোত্তর কলেজ থেকে স্নাতক সম্পন্ন করে তিনি ১৯৮৪ সালে রোহতকের মহর্ষি দয়ানন্দ বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে ডিগ্রি অর্জন করেন। একই বছর তিনি হিসার জেলা আদালতে আইনজীবী হিসেবে কর্মজীবন শুরু করেন। 

এক বছর পর তিনি পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টে প্র্যাকটিস শুরু করেন এবং ২০০৪ সালে সেখানে স্থায়ী বিচারপতি হিসেবে নিযুক্ত হন। পরবর্তীতে ৫ অক্টোবর, ২০১৮-তে তিনি হিমাচল প্রদেশ হাইকোর্টের প্রধান বিচারপতির দায়িত্ব গ্রহণ করেন। প্রায় এক বছর পরে, ২৪ মে, ২০১৯-এ বিচারপতি সূর্য কান্ত সুপ্রিম কোর্টে বিচারপতি হিসাবে আসীন হন।

আরও পড়ুন- আজই বাংলায় SIR ঘোষণার প্রবল সম্ভাবনা! বিকেলে দিল্লিতে সাংবাদিক বৈঠকে কমিশন

উল্লেখ্য, বিচারপতি সুর্যকান্ত বর্তমানে ভারতের সুপ্রিম কোর্টের সিনিয়র বিচারপতিদের অন্যতম। তিনি দীর্ঘদিন ধরে বিচারব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন এবং বিভিন্ন সংবেদনশীল মামলার রায়দানে সক্রিয় ভূমিকা নিয়েছেন। প্রধান বিচারপতি গবাই অবসর নেওয়ার পর তিনি সুপ্রিম কোর্টের নেতৃত্ব গ্রহণ করবেন বলে নিশ্চিত হয়েছে।

CJI