Advertisment

'জামাই আমার সঙ্গে ঝগড়া করে', কবুল সূর্যকান্ত মিশ্রের

জামাই 'ঝগড়া' করতে এলে উত্তর দিয়ে দেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্রও। ঠিক কী নিয়ে 'ঝগড়া' তাও জানালেন সূর্যকান্ত মিশ্র।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

সিপিআইএম-এর রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র।

সংশোধিত নাগরিকত্ব আইন এবং এনআরসি যে কত বড় বিপদ সেকথা বলতে গিয়ে নিজের পারিবারিক জীবনের প্রসঙ্গে টেনে আনলেন সিপিআইএম-এর রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। নয়া আইনের বিরুদ্ধে জলপাইগুড়িতে বক্তব্য রাখছিলেন তিনি। ভাবগম্ভীর বক্তব্যের মাঝেই হঠাৎ তিনি বলেন, 'মেয়ের নাম কেন রোশনারা মিশ্র রেখেছি, তা জানতে চেয়ে জামাই এসে প্রায়ই আমার সাথে ঝগড়া করে। জামাই বলে, এখন ওরা যদি জিজ্ঞাসা করে, রোশনারা হিন্দু না মুসলমান আমি কী করব?'

Advertisment

জবাবে জামাইকে কী জবাব দেন তাও এদিন ফাঁস করেন সিপিআইএম রাজ্য সম্পাদক। বলেন, 'আমি বলি, বাংলাদেশ যুদ্ধে রোশনারা শহিদ হয়েছিলেন। তিনি তাঁর বুকে বোম বেঁধে ট্যাঙ্ক-এর নীচে শুয়ে পড়েছিলেন। তা থেকেই মেয়ের নাম রোশনারা।' এরপরই আবার গম্ভীর গলায় রাজ্যের প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী বলেন, 'তাই আমি বলি, ওরা এলে কোনো প্রশ্ন করলে তার কোনওরকম উত্তরই দেবেন না।' এখানেই শেষ নয়। নিজের জীবনেরও প্রসঙ্গ টেনে আনেন সিপিআই(এম)-এর এই চিকিৎসক নেতা। তিনি বলেন, 'আমার নাম সূর্য কুমার মিশ্র। স্কুল বা এমবিবিএস সার্টিফিকেটে আমার এই নামই আছে। পরে ১৯৭৭ সালে ভোটে দাঁড়াবার সময় আমি ভোটার লিস্টে দেখলাম আমার নাম হয়ে গিয়েছে সূর্যকান্ত মিশ্র। তখন থেকে আমার এই নাম চলে আসছে। কিন্তু আমি সই করি সূর্য মিশ্র নামেই।'

ভিডিও- সৌমিত্র সান্যাল।

আরও পড়ুন: ‘বড়মা নয়, মোদীর ভালবাসা ভোটের জন্য’, তীব্র কটাক্ষ মমতার

জলপাইগুড়িতে বামফ্রন্ট ও কংগ্রেসের যৌথ উদ্যোগে আয়োজিত এনআরসি বিরোধী সভায় বক্তব্য রাখেন সূর্যকান্ত মিশ্র। সংশোধিত নাগরিকত্ব আইন করে মোদী সরকার দেশভাগের চেষ্টা করছে, এই অভিযোগে বিজেপিকে কটাক্ষ করেন সূর্যবাবু। তিনি আর বলেন, 'এখন দেশের নির্বাচন কমিশনে কে যাবেন, রিজার্ভ ব্যাঙ্ক-এ কে যাবেন, এমনকী সুপ্রিম কোর্টর বিচারপতি সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কে বসবেন তা নাগপুরে থাকা আরএসএস হেডকোয়ার্টার থেকে ঠিক করে দেওয়া হয়।'

এই সভায় উপস্থিত ছিলেন, বামফ্রন্টের আহ্বায়ক সলিল আচার্য্য, কংগ্রেসের জেলা সভাপতি নির্মল ঘোষ দস্তিদার, ফরোয়ার্ড ব্লকের নরেন চ্যাটার্জি, আরএসপি-র সর্বভারতীয় সম্পাদক মনোজ ভট্টাচার্য।

CPIM nrc caa
Advertisment