Advertisment

ফের বিবেকের ডাক শিল্পী শুভাপ্রসন্নর, মিছিলের হুঁশিয়ারি, পালটা কটাক্ষ তৃণমূলের

বদলের জন্য মিছিল করার আহ্বান কি আসলে তৃণমূলকে ক্ষমতা থেকে সরানোর ডাক?

author-image
IE Bangla Web Desk
New Update
Subhaprasanna

ফের বিস্ফোরক মমতা 'ঘনিষ্ঠ' শিল্পী শুভাপ্রসন্ন। গণতন্ত্রের উৎসব পঞ্চায়েত ভোটে কেন এত হিংসা? মৃত্যু তা নিয়ে প্রশ্ন তুললেন শিল্পী। তাঁর সাফ দাবি, 'বাংলার এই সংস্কৃতির বদল দরকার।' প্রয়োজনে ফের পথে নামার হুঙ্কার ছেড়েছেন শুভাপ্রসন্ন বাবু। বদলের জন্য মিছিল করার আহ্বান কি আসলে তৃণমূলকে ক্ষমতা থেকে সরানোর ডাক? এর জবাব অবশ্য সরাসরি দেননি শিল্পী। তবে শুভাপ্রসন্নর ঝাঁঝাঁলো মন্তব্য প্রচার হতেই রে-রে করে উঠেছে তৃণমূল।

Advertisment

কী বলেছেন শিল্পী শুভাপ্রসন্ন?

পঞ্চায়েত ভোটের দিন বাংলায় সংঘর্ষের জেরে মৃত্যু হয়েছে পর্যন্ত ১৫ জনের। ভোট ঘোষণার পর থেকে নিহতের সংখ্যা ৩৮। বোমাবাজি, মারামারি চলছেই। অশান্ত বাংলা। এই অবস্থা দেখে অসন্তুষ্ট শিল্পী। তিনি বলেন, 'দেশের কোথাও ভোটে এমন হিংসা হয় না। গণতন্ত্রের উৎসবে কেন এত মৃত্যু! এই বাংলা, রবীন্দ্রনাথ, বিবেকানন্দ, রামকৃষ্ণের বাংলা। আমাদের রাজ্যের এই সংস্কৃতির বদল দরকার। সময় এসে গিয়েছে, মুক্তমনা ও বুদ্ধিজীবী মানুষদের একত্রিত হয়ে ফের পথে নামা। এই বাংলা মণীষীদের পীঠস্থান। সবার কাছে আমরা আহ্বান করতে পারি। আগে যেমন মিছিল করেছিলাম, তেমন ভাবেই আবার মিছিল করব।'

পাশাপাশি ২০০৮-এর কথা মনে করিয়ে শুভাপ্রসন্ন বলেছেন, '২০০৮-এর কথা মনে আছে? অবস্থার পরিবর্তন হয়নি। আমরা সংস্কৃতির পরিবর্তন চাই। সব মিলেমিশে যার যা করার করে যাচ্ছে। মানুষ নিপীড়িত হচ্ছে, রক্তারক্তি হচ্ছে।'

মমতা 'ঘনিষ্ঠ' বুদ্ধিজীবীর এহেন মন্তব্যে অস্বস্তি বেড়েছে শাসক দল তৃণমূলের। মুখ খুলেছেন দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তিনি বলেন, 'ভোটে খুনোখুনি আমরা কেউ চাই না। ৬১ হাজারের বেশি বুথে অবাধ শান্তিপূর্ণ ভোট হয়েছে, কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। এটা শুভাদার জানা উচিত। আসলে মাঝে মাঝে ওঁর চুলকোয়। ওর মলম লাগানো দরকার।'

আরও পড়ুন- বাংলার পঞ্চায়েত ভোটে হিংসা, ফের চাপ বাড়ানোর মরিয়া চেষ্টায় বিজেপি?

আরও পড়ুন- ভাঙড়ে নজিরবিহীন অভিযোগ, প্রশিক্ষণ ছাড়াই গণনার কাজে বসবেন ভোটকর্মীরা!

আরও পড়ুন- পুনর্নির্বাচনের দিনই বেজায় অস্বস্তি তৃণমূলের, ভয়ঙ্কর অভিযোগে এনআইএ-র জালে জোড়া-ফুল প্রার্থী

জমি আন্দোলন ঘিরে বিগত বাম সরকারের বিরুদ্ধে প্রবল অসন্তোষ তৈরি হয়েছিল। সেই সময় থেকেই পথে নেমে রাজ্য সরাকারের নানা সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন বুদ্ধিজীবীরা। তাঁদের অন্যতম শিল্পী শুভাপ্রসন্ন। সেই সময় বাংলায় রাজনৈতিক পালাবদলের পক্ষে 'পরিবর্তন'-এর ডাক দিয়েছিলেন তিনি। সেই শিল্পীর ফের 'বদল'-এর ডাকে চর্চা তুঙ্গে।

Mamata Banerjee subhaprasanna tmc
Advertisment