বাঁকুড়ার প্রাইমারি স্কুলে পড়াবেন সিভিক ভলান্টিয়াররা? নেপথ্যে 'মারাত্মক ভাবনা' ফাঁস BJP নেতার

রাজ্য সরকারের বিরুদ্ধে এবার 'মারাত্মক' অভিযোগ আনলেন বিজেপির অন্যতম এই শীর্ষ নেতা।

রাজ্য সরকারের বিরুদ্ধে এবার 'মারাত্মক' অভিযোগ আনলেন বিজেপির অন্যতম এই শীর্ষ নেতা।

author-image
IE Bangla Web Desk
New Update
suvendu accuse WB Govt plans to shut down Govt aided education completely

রাজ্যের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ আনলেন বিজেপি নেতা।

রাজ্য সরকারের বিরুদ্ধে এবার 'মারাত্মক' অভিযোগ আনলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 'এরাজ্যের সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলি সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়ার চক্রান্ত করছে পশ্চিমবঙ্গ সরকার', টুইটে এমনই অভিযোগ এনে শোরগোল ফেলে দিয়েছেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক।

Advertisment

২০২২ সালে মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১১ লক্ষ। এবার সেটা কমে হয় ৭ লক্ষ। ৪ লক্ষ কম পড়ুয়া এবছর মাধ্যমিক পরীক্ষায় বসেছেন। এক্ষেত্রে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়ের যুক্তি ছিল, 'করোনার জেরে অনেক পড়ুয়ার মাঝপথে পড়াশোনার ঘাটতি তৈরি হয়েছে। তাই অনেকেই পরীক্ষায় বসেননি। করোনার সময় ক্লাস রুমে পড়াশোনা করানোর ক্ষেত্রেও অনেক প্রতিবন্ধকতা তৈরি হয়। তারই প্রভাব বলা যেতে পারে।'

আরও পড়ুন- ‘দিদি’র প্রস্তাব, রাজি ‘ভাই’, বাংলার পর্যটন অ্যাম্বাসেডর দেব

Advertisment

যদিও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মনে করেন, এর পিছনে অন্য 'উদ্দেশ্য' কাজ করেছে। এককথায় তিনি তুলোধনা করেছেন রাজ্যকেই। টুইটে বিজেপি বিধায়ক লিখেছেন, ''মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীর সংখ্যা ৪ লক্ষ কমেছে। সরকার কর্তৃক চালানো ৮ হাজার ২০৭টি স্কুলে পড়ুয়া সংখ্যা ৩০-এরও নীচে। প্রাথমিক স্তরের স্কুলগুলিতে সাপ্লিমেন্টারি ক্লাস নিতে নেওয়ার দায়িত্ব দেওয়া হচ্ছে। পশ্চিমবঙ্গ সরকার সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলি সম্পূর্ণরূপে বন্ধ করার পরিকল্পনা করেছে।''

Mamata Banerjee West Bengal school Suvendu Adhikari WB govt