সিজিও থেকে বেরিয়েই বোমা ফাটিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক নিশানা করেছেন শুভেন্দু অধিকারীকে। দাবি করেন, কয়লা ও গরু পাচার মামলায় অন্যতম অভিযুক্ত বিনয় মিশ্রের সঙ্গে আট মাস আগেই শুভেন্দু অধিকারীর ফোনে কথা হয়েছে। এখানেই থামেননি তিনি। বিরোধী দলনেতার উদ্দেশ্যে চ্যালেঞ্জও ছুঁড়েছেন তিনি। বলেছেন, 'শুভেন্দু অধিকারীর যদি ক্ষমতা থাকে তাহলে আমার বিরুদ্ধে মামলা করুক।' এরই পাল্টা দিয়েছেন নন্দীগ্রামের বিধায়ক।
কী বলেছেন শুভেন্দু অধিকারী?
অভিষেকের কড়া কথার জবাব দিতে গিয়ে বিরোধী দলনেতা বলেন, 'আমার ফোন সবাই জানে। তাই আমার সঙ্গে আমার ফোন দিয়ে কথা হয়েছে সেটা আগে প্রমাণ করুক। মুখে অনেক কথা বলে। শুধু বলতে চাই, কাঁচের ঘরে বলে ঢিল মারার দরকার নেই।'
এরপরই অভিষেকের নাম নিয়েই আক্রমণ শানান শুভেন্দু। বলেন, 'রুজিরা নারুলাটা কে? তিনি কে হন কয়লা ভাইপোর? সেই জবাবটা উনি দিতে পারলে আমিও সব উত্তর দেব।'
মমতা সরকারের ডেটলাইন চলতি বছর ডিসেম্বরে। এ নিয়ে শুভেন্দজু অধিকারী বলেন, 'দুর্নীতি যেভাবে পাঁস হচ্ছে, বিচার ব্যবস্থা যেভাবে রাজ্য সরকারের পোল খুলে দিচ্ছে, সাধারণ মানুষ পথে নামছেন, তাতে ডিসেম্বরের মধ্যেই সব শেষ হয়ে যাবে।'
নারদা কেলেঙ্কারিতে শুভেন্দু অধিকারীকে দেখা গেলেও কেন তাঁকে ইডি বা সিবিআই ডাকছে না। প্রশ্ন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। জবাবে বিরোধী দলনেতা বলেছেন, 'নারদাকাণ্ড অভিষেক করিয়েছিলেন কেডি সিংকে দিয়ে। ওটা ষড়যন্ত্র। এ ব্যাপারে উনি চাচা ফিরহাদ হাকিমের সঙ্গে কথা বলতে পারেন।'