Suvendu Adhikari-Sandeshkhali: সন্দেশখালির গোটা ঘটনা BJP-র সাজানো বলে পাল্টা সুর চড়াতে শুরু করে দিয়েছে রাজ্যের শাসকদল তৃণমূল। সম্প্রতি সন্দেশখালির (Sandeshkhali) BJP নেতা গঙ্গাধর কয়ালের একটি ভিডিও ভাইরাল হয়েছে। তৃণমূলের তরফে সেই ভিডিও দেখিয়ে বিজেপির বিরুদ্ধে বৃহত্তর ষড়যন্ত্রের অভিযোগ করা হচ্ছে। সেই ইস্যুতেই এবার সুর সপ্তমে তুলে তৃণমূলকে ভয়ঙ্কর হঁশিয়ারি শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)।
রবিবার জঙ্গিপুরে নির্বাচনী প্রচার মঞ্চে সন্দেশখালি ইস্যুতে সেই ভাইরাল ভিডিও নিয়ে মুখ খোলেন রাজ্যের বিরোধী দলনেতা। সর্বভারতীয় তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) সেই ভিডিওটি সংবাদমাধ্যমে দেখিয়ে সন্দেশখালির ঘটনায় বিজেপির বিরুদ্ধেই ষড়যন্ত্র তত্ত্ব খাড়া করেছেন। এদিন নাম নাম না করে সেই ইস্যুতেই অভিষেককে তুলোধনা শুভেন্দুর।
শুভেন্দু অধিকারী এদিন বলেন, "সন্দেশখালিকে জাগ্রত করে দিয়েছেন আপনি। ওখানে ১০ বছর ধরে আপনার লোকেরা মাঝরাতে ডেকে মহিলাদের সঙ্গে কী করেছে গোটা দেশের লোক জেনেছে। খুব কাঁচা স্ক্রিপ্ট লিখেছে। কোথায় এটাকে নিয়ে যাই দেখবেন। ভাইপো বলছে আমাকে জেলে ঢোকাবে বলেছে। আমি তো বলেছি কয়লা ভাইপো জেলে যাবে। আপনি বলছেন আমি জেলে যাব।"
আগামী মঙ্গলবার জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে নির্বাচন। দলের প্রার্থীকে জেতানোর আবেদন জানিয়ে এদিন শুভেন্দু অধিকারী নির্বাচনী সন্ত্রাস নিয়ে মুখ খুলেছেন। সেই সঙ্গে তুমুল কটাক্ষ করেছেন জেলবন্দি তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের। তিনি বলেন, "নির্ভয়ে ভোট দিন। পঞ্চায়েতের মতো ভোট লুঠ হবে না। কেষ্ট মণ্ডলকে দেখে শিক্ষা হয় না। এই কেষ্ট ভোটের সময় মুর্শিদাবাদে আসত ১৮ টা গাড়ি নিয়ে। বলত চড়াম চড়াম ঢাক বাজছে। উন্নয়ন দাঁড়িয়ে আছে। আজ কেষ্ট তিহাড়ে গড়াগড়ি খাচ্ছে।"