ফের দিল্লি গেলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মঙ্গলবারই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ'র সঙ্গে বৈঠক বসবেন তিনি। জানা গিয়েছে, এদিন রাত ১০ টা থেকে ১২ টা পর্যন্ত অমিত শাহ'র সঙ্গে বৈঠক রয়েছে শুভেন্দু অধিকারীর। এই বৈঠকে শুভেন্দু অধিকারীর সঙ্গে থাকতে পারেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এদিনের বৈঠকের সময়সীমা বেড়ে মধ্যরাত পর্যন্ত হতে পারে বলে অনুমান বঙ্গ বিজেপি নেতাদের। স্থির রয়েছে যে এই বৈঠকের পর বুধবার দুপুরে ফের কলকাতায় ফিরবেন শুভেন্দু অধিকারী।
আরএসএসের বৈঠকে যোগ দিতে রবিবার রাতে দিল্লির গিয়েছিলেন শুভেন্দু অধিকারী। সোমবার রাতে দিল্লি থেকে ফিরেছিলেন তিনি। মঙ্গলবার বেলায় যোগ দেন বিধানসভায় পরিষদীয় দলের বৈঠকে। এরপরই ফের দিল্লি যাওয়ার জন্য দমদম বিমানবন্দরের উদ্দেশে রওনা দিয়ে দেন বিরোধী দলনেতা। তার আগে বিধানসভা চত্বরে দাঁড়িয়েই শুভেন্দু সাংবাদিকদের জানান, 'বৈঠক তো আছেই, না হলে দিল্লি কি বেড়াতে যাই!'
আরও পড়ুন- যুগান্তকারী নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের, ফের মুখ পুড়ল শিক্ষা দফতরের!
পঞ্চায়েত ভোটের পর দিল্লি গিয়ে রিপোর্ট জমা করেছেন শুভেন্দু। তাহলে ফের কেন জরুরি শাহী তলব?ফের কেন রাজধানীর পথে নন্দীগ্রামের বিধায়ক? এদিন মুখ খোলেননি বিরোধী দলনেতা। তবে শুভেন্দু অধিকারীর মঙ্গলবারের দিল্লি যাত্রা নিয়ে রাজনৈতিক মহলে নানা জল্পনা। পদ্ম শিবির সূত্রে খবর, সোমবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দিল্লিতে শুভেন্দুর যে বৈঠক হওয়ার কথা ছিল, সেই বৈঠক ওই দিন হয়নি। ফলে এদিন শুভেন্দুকে দিল্লিতে তলব করা হল। পদ্ম শিবির সূত্রে খবর, পঞ্চায়েতের পর বাংলায় ২০২৪ লোকসভার স্ট্র্যাটেজি নিয়ে বিস্তারিত আলোচনা হতে পারে বৈঠকে।
এদিকে, দিল্লি যাওয়ার কারণে বুধবার বিধানসভার অধিবেশনে অংশগ্রহণ না-ও করতে পারেন বিরোধী দলনেতা। তাই বিধানসভার কাজকর্ম দেখভালের দায়িত্ব তিনি বিজেপি পরিষদীয় দলের মুখ্য সচেতক মনোজ টিগ্গাকে দিয়ে গিয়েছেন। পশ্চিমবঙ্গের নারী নির্যাতনের পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের দফতরে একটি প্রস্তাব জমা দিয়েছে বিজেপি পরিষদীয় দল। বিধানসভা ছাড়ার আগে শুভেন্দু বলেন, 'এই বিষয়ে আমরা আলোচনা চেয়েছি। আলোচনা না করতে দেওয়া হলে সংসদীয় রীতিনীতি মেনে প্রতিবাদ হবে।'