Suvendu Adhikari: আবারও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নিশানায় রাজ্য পুলিশ। কোচবিহারে আক্রান্ত দলের সংখ্যালঘু মোর্চার নেত্রীর সঙ্গে পুলিশি আচরণ নিয়ে বিস্ময় প্রকাশ শুভেন্দু অধিকারীর। এক্স হ্যান্ডলে মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন রাজ্য পুলিশকে তুলোধনা করে ফের সোচ্চার বিরোধী দলনেতা।
উল্লেখ্য, কোচবিহারের মাথাভাঙায় বিজেপির এক মহিলা কর্মীকে বেধড়ক মারধর করা হয়েছে বলে অভিযোগ। তাঁকে বিবস্ত্র করে মারধর করা হয় বলে অভিযোগ ওঠে। অজ্ঞান অবস্থায় তাকে উদ্ধার করে বাড়ির লোকজন। পরে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। আক্রান্ত মহিলা ও তাঁর পরিবারের সদস্যদের দাবি, বিজেপি সমর্থক বলেই এলাকার তৃণমূলের কর্মীরা এই হামলা চালিয়েছে। যদিও শাসকদল সেই অভিযোগ অস্বীকার করেছে।
এদিকে, কোচবিহারের এই ঘটনা নিয়ে মারাত্মক অভিযোগ তুলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর দাবি নির্যাতিতা মহিলাকে ছেঁড়া বস্ত্র দেখাতে বলেছে পুলিশ। রাজ্য পুলিশের কঠিন সমালোচনা করে এক্স হ্যান্ডলে শুভেন্দু অধিকারী লিখেছেন, "নির্যাতিতাকেই কাঠগড়ায় তোলার আশ্চর্য ঘটনা! মমতা পুলিশের সাহস ভাবুন। তারা আক্রান্ত বিজেপির সংখ্যালঘু মোর্চার নেত্রী যাঁর শ্লীলতাহানি পর্যন্ত করা হয়েছে তাঁকেই বলছে ছেঁড়া কাপড় দেখাতে। যখন ওই মহিলাকে তাঁর পরিবারের সদস্যরা খুঁজে পান, তখন তিনি প্রায় নগ্ন অবস্থায় মাটিতে অজ্ঞান হয়ে পড়ে ছিলেন। এফআইআর-এ এটি স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।"
আরও পড়ুন- Digha Special Train: জমাটি ব্যবস্থা রেলের, দিঘা যেতে ও ফিরতে এবেলা-ওবেলা বিশেষ ট্রেন! জানুন সময়সূচি
বিরোধী দলনেতা এপ্রসঙ্গে আরও লিখেছেন, "আমি আরও দাবি করেছিলাম যে মামলাটি সিবিআই-এর কাছে দেওয়া উচিত। যাতে একটি সুষ্ঠু তদন্ত হয়, কারণ পুলিশের অভিপ্রায় কখনই অপরাধীদের বিচারের আওতায় আনা ছিল না, বরং তাদের রক্ষা করা ছিল। নির্যাতিতার একমাত্র দোষ হল তিনি বিজেপির সঙ্গে যুক্ত এবং সম্প্রতি লোকসভা নির্বাচনের সময় ব্যাপকভাবে দলের হয়ে কাজ করেছেন।"
আরও পড়ুন- East Indian Railway: এখন তো ফেয়ারলি প্লেস, ব্রিটিশ ভারতে রেলের সদর দফতরের ঠিকানা জানলে তাজ্জব হবেন!