Advertisment

'প্রত্যেক ক্রিয়ার বিপরীত প্রতিক্রিয়া আছে', বিরাট হুমকি শুভেন্দুর

'ওরা শুরু করেছে, আমরা শেষ করব।'

author-image
IE Bangla Web Desk
New Update
centre going to take strict action to curb rampant misuse of crpc and ipc act says suvendu adhikari , বাংলায় সিআরপিসি ও আইপিসি-র অপব্যবহার! কড়া পদক্ষেপের পথে কেন্দ্র, হুঁশিয়ারি শুভেন্দুর

ফের শুভেন্দুর নিশানায় মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন পুলিশ প্রশাসন।

নিশীথ প্রামাণিকের উপর হামলার ফল ভুগতে হবে তৃণমূলকে। শনিবার সন্ধ্যায় রাজ্যপাল সি ভি আনন্দ বোসকে রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নালিশের পর এই হুঁশিয়ারি দিলেন শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতার সাফ কথা, 'প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীতধর্মী প্রতিক্রিয়া আছে। ওরা শুরু করেছে, আমরা শেষ করব।'

Advertisment

শনিবার দুপুরে কোচবিহারের দিনহাটার বুড়িরহাট এলাকায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের কনভয়ের উপর হামলা হয়। তাঁর গাড়িতে বোমা, গুলি এবং পাথর ছোড়া হয়। নিশীথ সহ বিজেপির অভিযোগের তির শাসক দল তৃণমূলের দিকে। পাশাপাশি এই ঘটনার সময় পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করেছে বলেও তোপ গেরুয়া কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর।

আরও পড়ুন- আপন তত্ত্বই ব্যুমেরাং! চরম কটাক্ষে জেরবার তৃণমূল

এদিন দুপুরের এই ঘটনা রাজ্য রাজনীতিতে শোরগোল ফেলে। তৃণণূল এই হামলার সঙ্গে জড়িত নয় বলে দাবি ঘাস-ফুল শিবিরের। অন্যদিকে জেড প্লাস নিরাপত্তা পাওয়া কেন্দ্রীয় মন্ত্রীর উপর হামলার উদাহরণ টেনে রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলছে বিজেপি। যা নিয়েই এদিন সন্ধ্যায় বিরোধী দলনেতা রাজভবনে গিয়ে রাজ্যপালের কাছে নালিশ জানিয়েছেন।

দিনহাটায় হামলা ইস্যুতে রাজভবনের বাইরে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী বলেছেন, 'নিজের কেন্দ্রে পূর্ব ঘোষিত কর্মসূচিতে গিয়েই হামলার শিকার হলেন কেন্দ্রীয় মন্ত্রী। তাহলে স্বাভাবিকভাবেই রাজ্যের সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে যায়। জেড ক্যাটাগরির নিরাপত্তা পাওয়া মন্ত্রীর যদি এই হাল হয় তাহলে ভাবুন এ রাজ্যের আইন-শৃঙ্খলার কী অবস্থা। পুলিশও নীরব দর্শক ছিল। ভারতীয় জনতা পার্টি গুন্ডামি সমর্থন করে না। কিন্তু নিউটনের সূত্র বলছে প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীতধর্মী প্রতিক্রিয়া আছে। নিশীথ প্রামাণিকের উপর হামলার ফল ভুগতে হবে তৃণমূলকে। সামনেই সংসদ শুরু হচ্ছে, এটা যেন ওরা মাথায় রাখে। ওরা শুরু করেছে, আমরা শেষ করব।'

অর্থাৎ আক্রমণ হলে পাল্টা তা ফিরিয়ে দিতেও বিজেপি যে পিছপা হবে না তা রাজ্যের মুখ্যমন্ত্রী তথা শাসক দলকে হুঁশিয়ারি দিয়ে রাখলেন শুভেন্দু অধিকারী।

বিরোধী দলনেতার এই হুঁশিয়ারিকে আমল দিচ্ছে না তৃণমূল। জোড়া-ফুলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঙোষ বলেছেন, 'শুভেন্দুদের তো প্রতিক্রিয়া মানুষ দেখিয়ে দিয়েছেন একুশের নির্বাচনে। তাহলে এখন আর কীসের প্রতক্রিয়া?'

Mamata Government Suvendu Adhikari Nishith Pramanik bjp tmc
Advertisment