Suvendu Adhikari : যাদবপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায়ের সমর্থনে বুধবার বিকেল ৩টেয় ভাঙড়ের কলোনি মাঠে জনসভা করার কথা ছিল শুভেন্দু অধিকারীর। প্রথমে সেই সভার অনুমতি দেওয়া হলেও শেষ মুহূর্তে তা বাতিল করেছে পুলিশ এমনই অভিযোগে গর্জে উঠলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
বিজেপির নেতাদের দাবি, ভাঙড়ে তৃণমূল ছাড়া অন্য কোনও রাজনৈতিক দলের অস্তিত্ব যাতে না থাকে সেজন্যই পরিকল্পনা করে শুভেন্দু অধিকারীর সভা অনুমতি শেষ মুহূর্তে বাতিল করা হয়েছে। এদিকে ভাঙরে সভা বাতিলের জেরে 'মমতা পুলিশকে' তুলোধনা করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
ভাঙ্গরে এক সাংবাদিক সম্মেলনে বিরোধী দলনেতা বলেন, '৪০০ আসন নিয়ে বিজেপি ফিরছে। সব অঙ্ক বিফলে যাবে'। এদিকে ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক তথা ভাঙড়ের তৃণমূল পর্যবেক্ষক শওকত মোল্লার সিবিআই হাজিরা এড়ানো নিয়ে শুভেন্দু অধিকারী বলেন, 'সিবিআইয়ের উচিৎ শওকত মোল্লাকে চুলির মুঠি ধরে গারদে পোড়া। তাহলেই ভাঙ্গরে গণতন্ত্র ফিরে আসবে', বলেও মন্তব্য করেন তিনি।
আরও পড়ুন : < Abhishek Banerjee: ‘৪ জুন মিলিয়ে নেবেন!’, তৃণমূল ক’টি আসন জিতে গিয়েছে, বিরাট দাবি অভিষেকের >
ভাঙরে সভা বাতিলের জেরে পুলিশের বিরুদ্ধে গর্জে উঠলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ভাঙরে সভা করার অনুমতি দিয়েও প্রত্যাহারের নির্দেশে এবার মমতার 'চটি পুলিশ'কে নিশানা করেছেন তিনি। ১০০ মিটারের মধ্যে তৃণমূলের সভার অজুহাতে বাতিল করা হয়েছে বিজেপির আজকের সভা। তা নিয়ে শুভেন্দু বলেন, 'তৃণমূল পথে নেই। পুলিশ বনাম বিজেপির লড়াই হচ্ছে। মমতা পুলিশ মিথ্যাবাদী। বাংলার গণতন্ত্র বিপন্ন'।
এদিনের সভা বাতিলের বদলা ১ তারিখ ইভিএমে নেওয়ার হুঙ্কার দিয়ে বিরোধী দলনেতা ভোটারদের নির্ভয়ে ভোটদানের আবেদনের পাশাপাশি পোলিং এজেন্টদের নিরাপদ স্থানে থাকার পরামর্শ দিয়েছেন। নির্বাচন এলেই ভাঙ্গর রক্তের হোলিতে ভেসে উঠে বলে উল্লেখ করে তিনি বলেন, 'ভাঙ্গরে গণতন্ত্র বিপন্ন। ভোট লুঠ থেকে সন্ত্রাস শাসকদলের নেতৃত্বে সব কিছুই চলছে এখানে'।
আরও পড়ুন - < Mamata Banerjee Road Show: মোদীর পথেই মমতা, রাস্তাতেই আছে বঙ্গজয়ের চাবিকাঠি? >
উল্লেখ্য, মঙ্গলবার রাতেই তৃণমূল বিধায়ক শওকত মোল্লার বাড়িতে গিয়ে নোটিশ দেয় সিবিআই। কয়লা পাচার মামলায় ফের তলব করা হয়েছে তাকে। সিবিআইএর কাছে সময় চেয়েছেন তিনি। আজ মুখ্যমন্ত্রী নিজেও মঞ্চে এ বিষয়ে সিবিআইকে কটাক্ষ করেন। তিনি বলেন, 'বিজেপি এজেন্সিকে ব্যবহার করে নির্বাচন জিততে চাইছে'।