Advertisment

Suvendu Adhikari: তৃণমূলকে জঙ্গি সংগঠন ঘোষণার দাবি, শাহাজানগড়ে অস্ত্র উদ্ধারে সরাসরি মমতাকে নিশানা শুভেন্দুর

সন্দেশখালিতে শেখা শাহাজানের ডেরায় তল্লাশি চালিয়ে বিপুল অস্ত্রের খোঁজ পেল NSG-র জওয়ানরা।

author-image
IE Bangla Web Desk
New Update
"NSG Bomb Disposal, NSG in bengal, NSG team, sandeshkhali bomb, এনএসজি, বাংলায় এনএসজি, এনএসজি বম্ব ডিজপোজাল,Bangla News, Latest Bangla News, News in Bangla, Bengali News, Latest Bengali News, News in Bengali"

মেঝে খুঁড়তেই উদ্ধার বিপুল অস্ত্র, শিরোনামে ফের সন্দেশখালি, তৃণমূলকে জঙ্গি সংগঠনের সঙ্গে তুলনা শুভেন্দুর

সন্দেশখালিতে শেখা শাহাজানের ডেরায় তল্লাশি চালিয়ে বিপুল অস্ত্রের খোঁজ পেল NSG-র জওয়ানরা। এদিনের এই ঘটনার পরই তৃণমূলকে জঙ্গি সংগঠনের সঙ্গে তুলনা শুভেন্দুর। সেই সঙ্গে বিরোধী দলনেতার সাফ দাবি, তৃণমূলের সঙ্গে সিমি বা পিএফআইয়ের কোন ফারাক নেই। মমতা ব্যনার্জিকে গ্রেফতার করে তৃণমূলকে জঙ্গি সংগঠন ঘোষণার দাবি জানান তিনি। পাশাপাশি পুলিশ এই ঘটনায় সরাসরি যুক্ত বলেও দাবি করেন বিরোধী দল নেতা।

Advertisment

ভোটের ঠিক শেষবেলায় সকলের নজর ঘুরে যায় সন্দেশখালিতে। বিপুল পরিমানের অস্ত্র মজুত রয়েছে সিবিআইয়ের এমন সন্দেহেই সন্দেশখালিতে অস্ত্রের সন্ধানে নামে এনএসজি-র বম্ব স্কোয়াড। মুহূর্তেই খালি করে দেওয়া হল গোটা এলাকা। শেষ পাওয়া খবর পর্যন্ত এখনও অভিযান চালাচ্ছেন NSG-র জওয়ানরা। উদ্ধার হওয়া দেশি বোমা নিষ্ক্রিয় করার কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে বলেই জানা গিয়েছে।

শুক্রবার বেলা বাড়তেই সন্দেশখালিতে আবার হানা দেয় সিবিআই’য়ের আধিকারিকরা। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, শেখ শাহজাহান শেখের এক ঘনিষ্ঠের আত্মীয়ের বাড়িতে প্রচুর অস্ত্র ও বোমা মজুত রয়েছে। সেই খবর মিলতেই অভিযানে নামে সিবিআই। ডাক পড়ে NSG-র । মেঝে খুঁড়তেই উদ্ধার বিপুল অস্ত্র। মাইন ডিটেক্টর থেকে রোবোটিক ডিভাইস দিয়ে অস্ত্রভাণ্ডারের তল্লাশি শুরু করে NSG কম্যান্ডোরা।

সন্দেশখালির সরবেড়িয়ার মল্লিকপাড়ায় শাহজাহান-ঘনিষ্ঠ আবু আবু তালেব মোল্লার বাড়ি এদিন তল্লাশি চালায় সিবিআই গোয়েন্দারা। তার বাড়িতেই লুকিয়ে রাখা রয়েছে প্রচুর পরিমাণে বিস্ফোরক। এরপরই গোটা গ্রাম দখলে নেয় NSG কম্যান্ডোরা। ওই এলাকাটি ঘিরে নিয়ে তাঁদের নিজস্ব অত্যাধুনিক মেশিন, রোবট নিয়ে কাজ শুরু করেন তাঁরা।

আরও পড়ুন- Sheikh Shahjahan: মেঝে খুঁড়তেই উদ্ধার বিপুল অস্ত্র, শাহজাহানের ডেরায় চোখ কপালে NSG-র

NSG কম্যান্ডোদের তল্লাশিতে সন্দেশখালি থেকে উদ্ধার হয়েছে ৭টি পিস্তল, দেশি বোমা, তিনটি বিদেশি রিভালবার, উদ্ধার হয়েছে একটি পুলিশের রিভালবার, মেঝে খুঁড়তেই উদ্ধার হয় বোমা-বারুদ। উদ্ধার করা হয়েছে ৩৫০ রাউন্ড কার্তুজ। পাশাপাশি মিলেছে বেশ কিছু নথি। যার সবের সঙ্গে যোগ রয়েছে শাহাজানের। এদিকে এই ঘটনার পরই তৃণমূলকে নিশানা করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দুর পালটা তৃণমূলের কুণাল ঘোষ বলেন, 'ওখানে অস্ত্রভান্ডার ছিল নাকি কেউ বদনাম করার জন্য ওখানে রেখে গেছে তা তদন্তসাপেক্ষ'। একই সঙ্গে গোটা ঘটনাকে বাজার গরম করার নাটক বলেই দাবি করেন তিনি। গোটা ঘটনায় NIA-তদন্তের দাবি জানিয়েছে বিজেপি।

Suvendu Adhikari
Advertisment