Advertisment

Suvendu Adhikari-CAA: বাংলায় শীঘ্রই সিএএ! শান্তনুর সুরেই এবার ডেটলাইনও ঘোষণা শুভেন্দুর

Suvendu on Rahul Gandhi: রাহুল গান্ধীর সম্পর্কে কটূ মন্তব্য ইস্যুতেও সোমবার নিজের বক্তব্যে অনড় থাকেন রাজ্যের বিরোধী দলনেতা।

author-image
IE Bangla Web Desk
New Update
Suvendu Adhikari, PC

Suvendu Adhikari-PC: এর আগে শান্তনু ঠাকুরও শীঘ্রই সিএএ লাগু হবে বলে জানিয়েছিলেন। (ছবি- ফেসবুক)

Suvendu Adhikari Press Conference: আগামী ২৯ ফেব্রুয়ারির মধ্যে সিএএ ঘোষিত হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ইঙ্গিতে আগেই একথা ঘোষণা করেছিলেন পশ্চিমবঙ্গের সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর। সোমবার, সেই সুরেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সিএএ-র ডেটলাইন ঘোষণা করে দিলেন। জানালেন, ২৯ ফেব্রুয়ারির মধ্যে চালু করা হবে সিএএ।

Advertisment

২০২১ সালের বিধানসভা নির্বাচনে গুরুত্বপূর্ণ ইস্যু ছিল সিএএ। রাজ্যের বিরোধী দল বিজেপি ক্ষমতায় এলে সিএএ চালু করার প্রতিশ্রুতি দিয়েছিল। পালটা, রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস অভিযোগ করেছিল, বিজেপি বাঙালি-বিরোধী। তাই বিজেপি বাঙালিদের নাগরিকত্বের অধিকার কাড়তে চাইছে। সেই কারণে এরাজ্যে সিএএ ঘোষণা করতে চাইছে বিজেপি। ব্যাপারটা অনেকটা অসমে এনআরসি লাগু করার মতন ব্যাপার হবে। কিন্তু, তৃণমূল কংগ্রেস ক্ষমতায় থাকলে পশ্চিমবঙ্গে সিএএ লাগু করতে দেবে না। এমনটাই প্রচার করেছিলেন তৃণমূল নেতৃত্ব।

সোমবার সেই কথা তুলে ধরে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, 'অমিত শাহ জি শিলিগুড়ির সভা থেকেই জানিয়ে দিয়েছিলেন, সিএএ কারও নাগরিকত্ব হরণের আইন নয়। এটা নাগরিকত্ব দেওয়ার আইন।' রাজ্যের বিরোধী দলনেতা এই ইস্যুতে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে বলেন, '২০২১ সালে সিএএ নিয়ে মিথ্যা প্রচার করেই তো বেরিয়ে গেলেন। সিএএ আর এনআরসির মধ্যে কোনও সম্পর্ক নেই। এবার পারলে সিএএ লাগু হওয়া আটকান! দেখবেন, আর লুচির মত ফুলবেন।'

পরে শুভেন্দু অধিকারী বলেন, 'শান্তনু কিছু জানতে পেরেছেন, সেই জন্যই বলেছেন। এর আগে অমিত শাহও বলেছিলেন, সিএএ আইন আলমারি বন্দি করে রাখার জন্য তৈরি করা হয়নি। আমি যতটা জানি যে সাত থেকে ১৫ দিনের মধ্যে সিএএ লাগু করার চেষ্টা হচ্ছে। যেখানে উদ্বাস্তুরা সরাসরি আবেদন করতে পারবেন। খুবই তাড়াতাড়ি লাগু হবে। গোটা বাংলায় বিজয় মিছিল করার প্রস্তুতি চলছে। ফেব্রুয়ারিতেই লাগু হবে। কারণ, মার্চে নির্বাচন ঘোষণা হবে। তখন আদর্শ নির্বাচনী আচরণবিধি চালু হয়ে যাবে। সেই কারণেই আমাদের আশা, ফেব্রুয়ারিতেই সিএএ লাগু হবে।'

শুভেন্দু আরও বলেন, 'মমতা বন্দ্যোপাধ্যায় ২ ফেব্রুয়ারি থেকে ধরনার ডাক দিয়েছেন। তিনি ধরনা করলে বিজেপি পালটা ধরনা দেবে। নেতা-মন্ত্রীদের পরিবারের সদস্যদের ছেলেমেয়েরা ইংরেজি মাধ্যম স্কুলে পড়েন। কিন্তু, সাধারণ অটো এবং টোটোচালকদের ঘরের ছেলেমেয়েরা বাংলামাধ্যম স্কুলে পড়ে। সেই কারণেই বৃহত্তর স্বার্থে আমি এই ধরনা দিতে তৃণমূল কংগ্রেসকে বারণ করব।'

আরও পড়ুন- মোট ৯ বার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন! কিন্তু, নীতীশ কুমার সম্পর্কে এসব কথা জানেন?

এর আগে রবিবার রাহুল গান্ধী সম্পর্কে কটূক্তি করেছিলেন শুভেন্দু অধিকারী! রাজ্যের বিভিন্ন জায়গায় তাঁর বিরুদ্ধে কংগ্রেস পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছে। নিন্দায় সরব হয়েছে তৃণমূল কংগ্রেসও। সোমবার এই প্রসঙ্গে সাংবাদিক বৈঠকে শুভেন্দু অধিকারী নিজের বক্তব্যে অটল থাকেন। তিনি বলেন, 'বোকাকে যে ভাষায় ডাকা হয়, সেই শব্দই বলেছি।' শুভেন্দুর অভিযোগ, রাহুল গান্ধী বিভিন্ন সময়ে যে ধরনের মন্তব্য করেছেন, তা তাঁর মর্যাদার সঙ্গে মানানসই নয়। সেই কারণেই তিনি রাহুল গান্ধীর বিরুদ্ধে মন্তব্য করেছেন।

tmc bjp Mamata Banerjee Suvendu Adhikari
Advertisment