আবারও বিরোধী দলনেতার নিশানায় মুখ্যমন্ত্রী। এবার সরকারি কর্মীদের চিকিৎসা ভাতা দেওয়া বন্ধ হচ্ছে বলে দাবি করে রাজ্য সরকারকে তুলোধনা করলেন শুভেন্দু অধিকারী। এরই পাশাপাশি মহার্ঘ্যভাতা বাকি রেখে মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন রাজ্য সরকারি কর্মীদের সঙ্গে প্রতারণা করছে বলেও এদিন তোপ দেগেছেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী।
ডিএ নিয়ে কোর্টে মামালা চলছে। অভিযোগ রাজ্য সরকার এখনও বকেয়া ডিএ মেটায়নি কর্মীদের। যা নিয়ে রাজ্যের সরকারি কর্মীদের একটি বড় অংশের পাশাপাশি ফি দিন রাজ্যের সমালোচনায় সরব হচ্ছে বিরোধী রাজনৈতিক দলগুলি।
মঙ্গলবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ডিএ নিয়ে রাজ্য সরকারের সামলোচনার পাশাপাশি এবার কর্মীদের চিকিৎসা ভাতা বন্ধ হচ্ছে বলে অভিযোগ করেছেন। এব্যাপারে বিরোধী দলনেতার নিশানায় ফের মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন- পুজোয় অনুদান মামলা: কোনও ডিএ বকেয়া নেই, হাইকোর্টে জানাল রাজ্য
এদিন টুইটে শুভেন্দু অধিকারী লিখেছেন, ''প্রথমে আপনি সরকারি কর্মচারীদের যেমন শিক্ষক, কেরানি, ডাক্তার, পুলিশকে তাঁদের ন্যায্য ভাগের ডিএ থেকে বঞ্চিত করেছেন। আপনি সময়মতো তাঁদের বেতনও দেন না, কারণ আপনার কোষাগার শূন্য। আপনার কোষাগারের অবস্থার জেরে তাঁদের বেতন গ্রেডও বাড়াতে পারবেন না। এখন আপনি তাঁদের চিকিৎসা ভাতা দেওয়া বন্ধ করছেন! নিতান্তই লজ্জাজনক।''
আরও পড়ুন- সম্পত্তি বৃদ্ধি মামলা: মমতার পরিবারের সদস্যদের ৪ সপ্তাহে হলফনামা জমার নির্দেশ
এদিকে, পুজোর অনুদান নিয়ে মামলায় মঙ্গলবারই রাজ্য সরকার হাইকোর্টে জানিয়েছে মহার্ঘ্যভাতা আর বাকি নেই। এর আগে রাজ্যকে তিন মাসের মধ্যে কর্মীদের বকেয়া ডিএ মেটানোর নির্দেশ দিয়েছিলেন বিচারপতি হরিশ ট্যান্ডন ও বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের ডিভিশন বেঞ্চ।
তবে তিন মাসের সেই সময়সীমা পেরিয়ে গেলেও এখনও কর্মীদের বকেয়া ডিএ মেটায়নি রাজ্য সররার। উল্টে ডিএ মামলার রায় পুনর্বিবেচনার আর্জি জানিয়েছে রাজ্য সরকার। সেই মামলা এখনও আদালতে বিচারাধীন রয়েছে।