Suvendu Adhikari:'খুন করে আতঙ্ক তৈরি করতে চাইছে তৃণমূল,' চাঞ্চল্যকর অভিযোগ শুভেন্দু অধিকারীর

Suvendu Adhikari: এদিন ফের একবার পুলিশের ভূমিকার তীব্র সমালোচনায় সরব হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

Suvendu Adhikari: এদিন ফের একবার পুলিশের ভূমিকার তীব্র সমালোচনায় সরব হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

author-image
Mousumi Das Patra
New Update
Suvendu Adhikari,  Trinamool Congress  ,TMC  ,BJP West Bengal,  women safety in Bengal,  rape cases in West Bengal  ,Kali Puja speech  ,Mamata Banerjee , Nandigram,  Bangladeshi voters issue,West Bengal politics  ,Suvendu vs Mamata,  law and order in Bengal,  Durga and Kali worship  ,2025 West Bengal assembly election,  women protection in India,  Suvendu Adhikari statement , political controversy in Bengal,শুভেন্দু অধিকারী,  তৃণমূল কংগ্রেস  ,নারী সুরক্ষা,  ধর্ষণ ইস্যু  ,কালীপুজো বক্তব্য,  নন্দীগ্রাম  ,বিজেপি পশ্চিমবঙ্গ,  মমতা ব্যানার্জি  ,বাংলাদেশি ভোটার ইস্যু,  পশ্চিমবঙ্গ রাজনীতি,কালীমাতা,  মা দুর্গা  ,বিধানসভা নির্বাচন ২০২৫,  মুখ্যমন্ত্রীর মন্তব্য,  শুভেন্দু বনাম মমতা,  নারী নির্যাতন

Suvendu Adhikari : বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

" অভিযুক্তরা তৃণমূল করে। তাই পুলিশ কিছু করবে না। বিচার পেতে গেলে যা করার তাই করা হবে।" নিহত বিজেপি কর্মী সঞ্জয় ভৌমিকের বাড়িতে দেখা করতে এসে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এ কথা বলেন। 

Advertisment

প্রসঙ্গত বিশ্বকর্মা পুজোর মাঝরাতে BJP কর্মীর বাড়িতে ঢুকে ঘুম থেকে তুলে ব্যাপক ভাবে মারধর করে খুন করা হয়। এই খুনের ঘটনায় নবদ্বীপের বিধায়কের গাড়ির চালক সহ চারজনের নামে অভিযোগ হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক বলে পুলিশ জানিয়েছে।

এই খুনের ঘটনায় তৃণমূল আশ্রিতরা খুন করেছে বলে বিজেপির অভিযোগ। নবদ্বীপ থানার ৬ নম্বর ওয়ার্ডের প্রাচীন মায়াপুরের এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে। শবিবার কল্যাণী এইমসে উপস্থিত হয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযুক্তদের গ্রেফতার করতে পুলিশকে ডেডলাইনও বেঁধে দিয়ে প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছিলেন। সেই মতো এদিন তিনি নবদ্বীপে আসেন। 

Advertisment

শুভেন্দু অধিকারী বলেন, "পরিবারের দায়িত্ব নেবে দল। আমি মমতার পুলিশের কাছে কিছু আশা করি না। হাইকোর্টে নিয়ে গিয়ে মামলা করা হবে। অভয়ার মা কাঁদছে। তামান্নার মা কাঁদছে। সঞ্জয়ের মাও কাঁদছে। তিনি বলেন, এই সব যুব তাজা কর্মিদের খুন করে আতঙ্ক তৈরি করতে চাইছে।"

এদিন তিনি কৃষ্ণনগর পুলিশ জেলার পুলিশ সুপার ও নবদ্বীপের আইসি জলেশ্বর তিওয়ারিকে নিয়ে মন্তব্যও করেন।

tmc bjp Suvendu Adhikari