Advertisment

'ভোটব্যাঙ্ক ঠিক রাখতে আক্রমণ-মিথ্যা মামলা', তৃণমূলকে তুলোধনা শুভেন্দুর

আবারও রাজ্যের শাসকদলকে বেনজির আক্রমণ রাজ্যের বিরোধী দলনেতার।

author-image
IE Bangla Web Desk
New Update
suvendu adhikari criticize tmc by alleging votebank politics

আবারও বিরোধী দলনেতার নিশানায় মুখ্যমন্ত্রী।

আবারও তৃণমূলের বিরুদ্ধে ভোটব্যাঙ্কের রাজনীতির অভিযোগে সরব বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রবিবার রামনবমীর মিছিলে পাথরের আঘাতে জখম হন পুরশুড়ার বিজেপি বিধায়ক বিমান ঘোষ। সোমবার তাঁকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের শাসকদল তৃণমূলকে তুলোধনা নন্দীগ্রামের বিজেপি বিধায়কের।

Advertisment

রামনবমীর মিছিল ঘিরে রবিবার অশান্তি ছড়ায় হুগলির রিষড়ায়। ইটবৃষ্টি থেকে ভাঙচুর, অগ্নিসংযোগ কিছুই বাদ যায়নি। মিছিলের নেতৃত্বে ছিলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। মিছিলে অংশ নিয়েছিলেন পুরশুড়ার বিধায়ক বিমান ঘোষও। তিনি পাথরের আঘাতে আহত হয়েছেন। তবে অশান্তির মধ্যেই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা দিলীপ ঘোষকে অন্যত্র সরিয়ে নিয়ে যান। বিজেপির বহু নেতা-কর্মী রবিবারের ঘটনায় আহত হয়েছেন বলে অভিযোগ।

আরও পড়ুন- ‘রামচন্দ্রকে উৎসর্গ করে যে কোনওদিন শোভাযাত্রা বের হতেই পারে’, টুইট শুভেন্দুর

এদিকে, আহত বিজেপি বিধায়ক বিমান ঘোষকে দেখতে সোমবার সকালে হাসপাতালে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, 'বিমান ঘোষকে লক্ষ্য করে পাথর ছুড়েছে। মিথ্যা মামলা দিচ্ছে। ১৪৪ ধারা জারি করে আমাদের বাধা দিয়েছে। আমি ১৪৪ ধারা উঠে গেলে যাব। ১৪৪ ধারা চলতেই থাকলে কোর্ট থেকে অনুমতি নিয়েও যাব। ভোটব্যাঙ্ক ঠিক রাখতে সনাতনীদের উপর আক্রমণ করা হচ্ছে। আমাদের রাজ্যের সরকার সনাতনী উৎসবকে স্বীকার করে না। রামনবমীর শোভাযাত্রায় অন্য ধর্ম আঘাত পাক এমন কোনও স্লোগান ছিল না।'

আরও পড়ুন- বাম-কংগ্রেসের সঙ্গে জোটে বিজেপিও, সোসাইটির ভোটে খড়কুটোর মতো উড়ে গেল তৃণমূল!

গতকাল ওই অশান্তির পর আজও থমথমে রিষড়া। গোটা এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। এলাকায় চলছে পুলিশের রুটমার্চ। অলি-গলিতে ঢুকে স্থানীয় বাসিন্দাদের আশ্বস্ত করছেন পুলিশকর্মীরা। যে কোনওরকম জমায়েতে কঠোরভাবে নিষেধাজ্ঞা আরোপ করেছে পুলিশ। এলাকায় শান্তি ফেরাতে সবরকমের তৎপরতা নিচ্ছে পুলিশ প্রশাসন।

tmc bjp West Bengal Suvendu Adhikari Ramnavami
Advertisment