scorecardresearch

মমতার হিন্দি ‘জ্ঞান’ সম্পর্কে নজিরবিহীন কটাক্ষ, শুভেন্দুর টিপ্পনি-টুইট জোর চর্চায়!

আবারও বিরোধী দলনেতার নিশানায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

suvendu adhikari criticizes mamata banerjee
ফের শুভেন্দু অধিকারীর নিশানায় মমতা বন্দ্যোপাধ্যায়।

রেড রোডের ধর্না মঞ্চে মুখ্যমন্ত্রীর হিন্দি ভাষা সম্পর্কে ‘জ্ঞান’ নিয়ে বেনজির কটাক্ষ ছুঁড়ে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কেন্দ্রকে বিঁধতে গিয়ে ধর্না-মঞ্চ থেকেই হিন্দিতে কিছু বলার চেষ্টা করতে দেখা গিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে। তৃণমূল সুপ্রিমোর সেই বক্তব্যের কিছু অংশ টুইটে তুলে ধরে কটাক্ষ শুভেন্দু অধিকারীর।

বৃহস্পতিবার সকালে টুইটে মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্না-মঞ্চের বক্তৃতার একটি ভিডিও পোস্ট করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখানেই তৃণমূলনেত্রীকে কটাক্ষ করে নন্দীগ্রামের বিজেপি নেতা লিখেছেন, ‘দিদি, আপনি যখন হিন্দি বলতে জানেন না, তাহলে কেন আপনি নিজেকে নিয়ে মজা করছেন এবং আমাদের সরকারী ভাষাকে অপমান করছেন। হায় নন্দলাল, তৃণমূলের নেতা-মন্ত্রীরা সরকারি চাকরি বিক্রি করে কত সম্পদ লুঠ করেছেন? আরে হে নন্দলাল, ইডি সিবিআই কবে পৌঁছবে কালীঘাটে, এটাই বাংলার মানুষের প্রশ্ন!’

আরও পড়ুন- বিরোধীদের আজ ‘মুতোড় জবাব’! ধর্না-দ্বিতীয়ায় আস্তিনের কী তাস বের করবেন মমতা?

উল্লেখ্য, গণতন্ত্রের কণ্ঠরোধের অভিযোগ তুলে রোডে ধর্না টানা দু’দিনের ধরনায় তৃণমূল সুপ্রিমো। বুধবার বেলা ১২টা থেকে টানা ধর্নায় মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার সন্ধে ৬টা পর্যন্ত তাঁর এই অবস্থান কর্মসূচি। বুধবার ধর্না মঞ্চ থেকে বক্তৃতায় একদিকে যেমন কেন্দ্রীয় সরকারের তুমুল সমালোচনা করেছেন মুখ্যমন্ত্রী, তেমনই ডিএ আন্দোলনকারীদের বিরুদ্ধেও রীতিমতো তোপ দাগতে দেখা গিয়েছে তাঁকে।

আরও পড়ুন- গানে গানে কাটল সকাল, দোলা-চন্দ্রিমাদের সঙ্গে গলা মেলালেন মমতাও

Stay updated with the latest news headlines and all the latest Westbengal news download Indian Express Bengali App.

Web Title: Suvendu adhikari criticizes mamata banerjee