Advertisment

Suvendu Adhikari: 'নবান্ন অভিযান ডাকুন, সঙ্গে থাকব', ডিএ আন্দোলন মঞ্চে গিয়ে সরকারি কর্মীদের বললেন শুভেন্দু

আন্দোলনকারীদের কিছু হলে তিনি ছেড়ে কথা বলবেন না বলেও রাজ্য সরকারকে হুঁশিয়ারি দেন তিনি। বলেন, “এদের যদি কিছু হয়, আগুন জ্বলবে বাংলায়।”

author-image
IE Bangla Web Desk
New Update
Suvendu Adhikari in DA Protest Site

বকেয়া মহার্ঘ ভাতার দাবিতে অবস্থানে বসা সরকারি কর্মীদের মঞ্চে হাজির শুভেন্দু অধিকারী।

নেতাজির জন্মদিবসে বকেয়া মহার্ঘ ভাতার দাবিতে অবস্থানে বসা সরকারি কর্মীদের মঞ্চে হাজির শুভেন্দু অধিকারী। মঙ্গলবার সকালে আচমকাই ডিএ-র দাবিতে আন্দোলনরত সরকারি কর্মীদের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চে পৌঁছে যান বিরোধী দলনেতা। সংগ্রামী যৌথ মঞ্চ দীর্ঘদিন ধরেই বকেয়া ডিএ-র দাবিতে শহিদ মিনার ময়দানে অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছে।

Advertisment

এদিন আন্দোলনকারীদের পাশে বসেই রাজ্য সরকারের তীব্র সমালোচনা করেন শুভেন্দু। আন্দোলনকারীদের উদ্দেশে তিনি বলেন, "আপনারা নবান্ন অভিযানের ডাক দিন, আমি সঙ্গে থাকব।" আন্দোলনকারীদের কিছু হলে তিনি ছেড়ে কথা বলবেন না বলেও রাজ্য সরকারকে হুঁশিয়ারি দেন তিনি। বলেন, “এদের যদি কিছু হয়, আগুন জ্বলবে বাংলায়।”

ডিএ আন্দোলনে বিজেপির নিঃশর্ত সমর্থন আছে বলে জানিয়েছেন বিরোধী দলনেতা। রাজ্য সরকারের দুর্নীতিতে প্রশ্রয় দেননি বলেই ডিএ আন্দোলনকারীদের উপর বিরূপ আচরণ করা হচ্ছে বলে দাবি শুভেন্দুর। এদিকে, রাজ্য সরকার ঘোষণা করেছে। সরকারি কর্মীদের চার শতাংশ হারে ডিএ বৃদ্ধি করা হয়েছে। নতুন বেতন কাঠামো ১ জানুয়ারি থেকে কার্যকর হয়েছে। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা রাখতে বলা হয়েছে।

আরও পড়ুন Metro Rail: মঙ্গলবার নেতাজির জন্মদিনে মেট্রোয় বিরাট বদল, বাড়ি থেকে বেরনোর আগে সাবধান!

গত ১৯ জানুয়ারি কলকাতায় মহামিছিলের ডাক দিয়েছিল সংগ্রামী যৌথ মঞ্চ। মুখ্যমন্ত্রী দেখা করে সমস্যার সমাধান না করলে অনশনের হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। ২৯ জানুয়ারি থেকে রাজ্য সরকারি অফিসগুলিতে লাগাতার হরতালের ডাক দেওয়া হয়েছে। এই মুহূর্তে কেন্দ্র এবং রাজ্য সরকারি কর্মীদের মধ্য়ে ডিএ-র ফারাক ৩৬ শতাংশ। আন্দোলনকারীদের বক্তব্য, তাঁদের কেন্দ্রীয় হারে ডিএ দিতে হবে।

Mamata Banerjee West Bengal Suvendu Adhikari
Advertisment