Advertisment

OBC প্রার্থীদের সংরক্ষণের খসড়া দেখে শুভেন্দুর গোঁসা, আদালতে যাওয়ার হুঁশিয়ারি

'পুজোর ছুটির মধ্যে এই খসড়া প্রকাশ করা হয়েছে। তার একটাই কারণ, বিরোধীরা যাতে কোনও আপত্তি করতে না পারে।'

author-image
IE Bangla Web Desk
New Update
suvendu adhikari demands to create new obc candidates reservation list

শুভেম্দু অধিাকারী

বছর ঘুরলেই পঞ্চায়েত ভোট। রাজ্য নির্বাচন কমিশনের উদ্যোগে তৈরি হয়েছে ওবিসি প্রার্থীদের সংরক্ষণ তালিকা। যা নিয়ে অসন্তুষ্ট রাজ্যের বিরোধী দলনেতা। খসড়া ওবিসি প্রার্থীদের সংরক্ষণ তালিকা বাতিলের আবেদন করছেন তিনি। নতুন তালিকার দাবি জানিয়েছেন। তা না হলেই আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু অধিকারী।

Advertisment

শুভেন্দু অধিকারীর আরও অভিযোগ, 'পুজোর ছুটির মধ্যে এই খসড়া প্রকাশ করা হয়েছে। তার একটাই কারণ, বিরোধীরা যাতে কোনও আপত্তি করতে না পারে।'

মঙ্গলবার রাজ্য নির্বাচন কমিশনের দফতরে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী। পরে বিরোধী দলনেতা বলেন, 'অনগ্রসর শ্রেণির সংরক্ষণ খসড়া তালিকাকে চূড়ান্ত তালিকা হিসাবে প্রকাশ করা হলে মানব না। ড্রাফট সার্ভে সম্পূর্ণ বাতিল করে ওবিসি সার্ভে সম্পূর্ণ করে ৭.৫ শতাংশ ধরে নতুন সংরক্ষণ তালিকা বার করতে হবে। নির্বাচন ঘোষণার আগেই করতে হবে । আমি অবজেকশন দিয়েছি। যদি ড্রাফট লিস্টকেই ফাইনাল লিস্ট হিসাবে ঘোষণা করা হয়, তাহলে আমি পঞ্চায়েতের ভোটার হিসাবে আদালতে যাব।'

এই খসড়া নির্মাণে কমিশনের বিরুদ্ধেও পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন শুভেন্দু অধিকারী। তাঁর অভিযোগ, 'অল্প সময় যেহেতু সমীক্ষা করা সম্ভব নয় তাই তৃণমূল কংগ্রেসকে পঞ্চায়েতে জেতার লাইসেন্স পাইয়ে দেওয়ার চেষ্টা করছে রাজ্য নির্বাচন কমিশন।”

bjp panchayat election West Bengal Suvendu Adhikari
Advertisment