মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এবার পুলিশে নালিশ শুভেন্দু অধিকারীর। হেয়ার স্ট্রিট থানার ওসিকে ইমেল করে তৃণমূল সুপ্রিমোর বিরুদ্ধে নালিশ বিরোধী দলনেতার। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এফআইআর দায়ের করতে চেয়ে আবেদন শুভেন্দুর।
মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রেফাতারির দাবি নন্দীগ্রামের বিজেপি বিধায়কের। বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দলের সভামঞ্চ থেকে বিজেপিকে বেনজির আক্রমণ শানিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো। তাঁর দলের ৪ বিধায়ককে জেলে পুরেছে কেন্দ্রীয় সংস্থা। পাল্টা ৮ জনকে জেলে ঢোকানোর হুঁশিয়ারি শোনা গিয়েছিল তৃণমূলনেত্রীর মুখে। তারঁ সেই হুঁশিয়ারির পাল্টা এবার শুভেন্দুর পদক্ষেপ।
নেতাজি ইন্ডোর স্টেডিয়ামটি কলকাতার হেয়ার স্ট্রিট থানা এলাকার মধ্যে পড়ে। তাই হেয়ার স্ট্রিট থানার ওসিকে ইমেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন বিরোধী দলনেতা। তৃণমূলনেত্রীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার ব্যাপারে আবেদন জানিয়েছেন শুভেন্দু অধিকারী।
আরও পড়ুন- আজব কাণ্ড দিঘায়! অভিযোগের বদলে হাই, হ্যালো, গুডমর্নিংয়েই উপচে পড়ছে হোয়াটসঅ্যাপ
এক্স হ্যান্ডলে এব্যাপারে কী লিখেছেন শুভেন্দু অধিকারী?
"আমি হেয়ার স্ট্রিট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে আমার অভিযোগ ইমেল করেছি। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রীর করা মন্তব্যের জন্য তাঁর বিরুদ্ধে এফআইআর দায়েরের অনুরোধ করেছি। তিনি হুমকি দিয়েছিলেন, আমাদের (বিজেপি) আটজনকে গ্রেফতার করার জন্য। যেহেতু নেতাজি ইন্ডোর স্টেডিয়াম হেয়ার স্ট্রিট থানার আওতাধীন, তাই আমি আমার অভিযোগ সংশ্লিষ্ট PS-এর কর্তৃপক্ষকে ইমেল করেছি। আমি আশা করি পুলিশ তাঁর বিরুদ্ধে প্রশাসনিক কর্তৃত্ব অপব্যবহার করে ভয় দেখানোর জন্য যথাযথ ব্যবস্থা নেবে। যদি পুলিশ এফআইআর নথিভুক্ত করতে অস্বীকার করে, আমি ৭২ ঘন্টা অপেক্ষা করব। তারপরে অভিযোগের পরিপ্রেক্ষিতে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে ACJM আদালতের কাছে যাব।"