Advertisment

Sheikh Shahjahan: 'মধ্যস্থতা সম্পন্ন', সন্দেশখালির শাহজাহানকে নিয়ে মমতা সরকারের বিরাট পরিকল্পনা ফাঁস শুভেন্দুর

Sandeshkhali Row: আজও উত্তপ্ত সন্দেশখালি, বেরমজুরবয়রামারি, ঝুপখালি এলাকা। সরকারি ক্যাম্পে শাহজাহানদের বিরুদ্ধে জমা পড়ছে একের পর এক অভিযোগ। এসবের মধ্যেই ১৪৪ ধারা দেখিয়ে পুলিশ গ্রামের মহিলাদের অভিযোগ ক্যাম্পে যেতে বাধা দিচ্ছে বলে অভিযোগ। প্রতিবাদে গর্জে ওঠেন মহিলারা। পরিস্থতিতি আগ্নিগর্ভ হতে শুরু করে।

author-image
IE Bangla Web Desk
New Update
Suvendu Adhikari exposed the big plan of Mamata government about Sheikh Shahjahan of Sandeshkali , সন্দেশখালির শেখ শাহজাহানকে নিয়ে মমতা সরকারের বড় পরিকল্পনা ফাঁস করলেন শুভেন্দু অধিকারী

বিধানসভায় সন্দেশখালির অভিযুক্ত শাহজাহানের পাশেই দাঁড়িয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রী। এবার কী বললেন শুভেন্দু?

Suvendu Adhikari On Sheikh Shahjahan: শেখ শাহজাহানের গ্রেফতারির দাবিতে ফুঁসছে সন্দেসখালি। উচ্চ আদালতও জানিয়ে দিয়েছে অভিযুক্ত তৃণমূল নেতাকে ধরতে পুলিশের কোনও বাধা নেই। তৃণমূল মুখপাত্র ঘোষণা করেছেন, ৭ দিনের মধ্যে ধরা হবে সন্দেশখালির 'ত্রাস' শাহজাহানকে। এর মধ্যে অবশ্য দু'দিন পার। সন্দেশখালিকাণ্ডের ৫৫ দিনেও অধরা শাহজাহান। এসবের মধ্যেই বোমা ফাটালেন রাজ্যের বিরোধী দলনেতা। শেখ শাহজাহানকে নিয়ে মমতা সরকারের পরবর্তী পরিকল্পনা ফাঁস করলেন নিজের এক্স হ্যান্ডেলে।

Advertisment

কী লিখেছেন শুভেন্দু অধিকারী?

সন্দেশখালির 'বাহুবলী' তৃণমূল নেতা শাহজাহান রয়েছেন পুলিশের ঘেরাটোপে। আগেই একাধিকবার দাবি করেছেন শুভেন্দু অধিকারী। আর বুধবার সোশাল মিডিয়া পোস্টে বিরোধী দলনেতার ঘোষণা, 'শেখ শাহজাহান গতকাল রাত ১২টা থেকে মমতা পুলিশের হেফাজতে রয়েছেন।' অর্থাৎ শুভেন্দু অধিকারীর দাবি, মঙ্গলবার রাতে থেকেই পুলিশ শেখ শাহজাহানকে হেফাজতে নিয়ে ফেলেছে।

এদিন তিনি লিখেছেন, 'সন্দেশখালীর দুষ্কৃতী- শেখ শাহজাহান গতকাল রাত ১২টা থেকে মমতা পুলিশের হেফাজতে রয়েছেন। পুলিশ এবং বিচার বিভাগীয় হেফাজতে থাকাকালীন তাঁকে যত্নে রাখা হবে, এক প্রভাবশালীদের মাধ্যমে মমতা পুলিশের সঙ্গে এই সমঝোতা হতেই তাঁকে বেরমাজুর -২ গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে নিয়ে যাওয়া হয়েছে।'

এরপরই শুভেন্দু অধিকারীর দাবি, 'গারদে থাকাকালীন তাঁকে পাঁচতারা সুবিধা দেওয়া হবে এবং একটি মোবাইল ফোন ব্যবহারের সুবিধাও থাকবে। এর মাধ্যমে তিনি কার্যত তোলামুল পার্টিকে নেতৃত্ব দিতে পারবেন। এমনকী উডবার্ন ওয়ার্ডের একটি শয্যাও তাঁর জন্য প্রস্তুত এবং খালি রাখা হবে, যদি তিনি সেখানে কিছু সময় কাটাতে চান।'

বিরোধী দলনেতার দাবির সত্যতা এখনও স্পষ্ট নয়। কৌশলে মমতা সরকারের উপর চাপ সৃষ্টি করতেই তাঁর এই পোস্ট কিনা সেটাই এখন চর্চায়। তবে, শুভেন্দুবাবু প্রয়াই দাবি করেন, মমতা প্রশাসনের অনেকেই আড়ালে তাঁর সঙ্গে যোগাযোগ রাখেন। এমনকী একাধিক মন্ত্রী, তৃণমূল নেতাও একই কাজ করে থাকেন। এঁদের থেকেই কেউ বা কারা তাঁকে শেখ শাহজাহানের গতিবিধি সম্পর্কিত খবর দিতে পারেন বলে জল্পনা।

আরও পড়ুন- koustav bagchi: কংগ্রেস ছাড়লেন কৌস্তভ, লোকসভা নির্বাচনের আগেই কী গেরুয়া শিবিরে? জোর জল্পনা!

সবিস্তারে আসছে…

Mamata Government sheikh shahjahan tmc West Bengal Police seikh shahjahan Suvendu Adhikari Mamata Banerjee
Advertisment