Advertisment

ফের অভিষেকের বিরুদ্ধে মামলা শুভেন্দুর, এবার কী অভিযোগ?

নবজোয়ার যাত্রায় বিনা অনুমতিতে জাতীয় সড়কে কেন অভিষেক মিছিলের করেছেন? এই অভিযোগে কলকাতা হাইকোর্টের প্রথম মামলা দায়ের করেন বিরোধী দলনেতা।

author-image
IE Bangla Web Desk
New Update
suvendu adhikari file anather case against abhishek banerjee in calcutta high cour , ফের অভিষেকের বিরুদ্ধে মামলা শুভেন্দুর, এবার কী অভিযোগ?

সেয়ানে সেয়ানে টক্কর এবার আদালতে।

তৃণমূলের নবজোয়ার যাত্রায় জাতীয় সড়কে মিছিলের করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই অভিযোগে বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই তৃণণূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বিরুদ্ধে ফের আর একটি মামলা করলেন তিনি।

Advertisment

কেন এই মামলা?

আগামী পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কাকে প্রার্থী করবে, তা ঠিক করতেই গোপন ব্যালটে নির্বাচনের আয়োজন করছে তৃণমূল। গত মাসের শেষ সপ্তাহ থেকে অভিষেকের নেতৃত্বে নবজোয়ার যাত্রা শুরু হয়। প্রার্থী বাছতে তৃণমূলের অন্দরের নির্বাচন ঘিরে বিক্ষিপ্ত অশান্তির ছবিও প্রকাশ্যে আসে। তারপর থেকেই পরিস্থিতি সামলাতে মোতায়েন থাকছে বিশাল পুলিশ বাহিনী। যা নিয়েই আপত্তি তুলেছেন বিরোদী দলনেতা। তাঁর প্রশ্ন, দলীয় ভোটে কেন এত পুলিশ রাখা হবে? পুলিশ ব্যবহারের জন্য কি সরকারি খাতে টাকা জমা করেছে ওই দল? শুভেন্দু অধিকারীরর অভিযোগ, এই বিষয়গুলো জানতে চেয়ে রাজ্যের ডিজিকে চিঠি লেখা হলেও উত্তর মেলেনি।

আরও পড়ুন- অস্বস্তি জারি অভিষেকের, সুপ্রিম নির্দেশে তৃণমূলের ‘সেকেন্ড-ইন-কমান্ডে’র কপালে ভাঁজ!

অভিষেকের নবজোয়ার কর্মসূচিতে প্রচুর পরিমাণ পুলিশ মোতায়েন করা হচ্ছে, এমন অভিযোগ তুলেই এবার হাইকোর্টে জনস্বার্থ মামলা করলেন শুভেন্দু। তাঁর অভিযোগ, দলীয় ভোটে কেন এত পুলিশ রাখা হবে? পুলিশ ব্যবহারের জন্য কি সরকারি খাতে টাকা জমা করেছে ওই দল? নাম না করে তৃণমূলকে নিশানা করেই মামলা করেছেন বিরোধী দলনেতা। তাঁর আরও অভিযোগ, এই বিষয়ে রাজ্যের ডিজিকে চিঠি লিখেও উত্তর পাননি।

তাই সদুত্তোরের জন্য নিজের অভিযোগের কথা তুলে ধরে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে একটি মামলা করেছেন শুভেন্দু অধিকারী।

Suvendu Adhikari abhishek banerjee Calcutta High Court Naba Joar TMC
Advertisment