Advertisment

আর মুখে নয়, এবার অভিষেকের বিরুদ্ধেই হাইকোর্টে মামলা খোদ শুভেন্দুর!

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বিরুদ্ধে কী অভিযোগ বিরোধী দলনেতার?

author-image
IE Bangla Web Desk
New Update
suvendu adhikari file anather case against abhishek banerjee in calcutta high cour , ফের অভিষেকের বিরুদ্ধে মামলা শুভেন্দুর, এবার কী অভিযোগ?

সেয়ানে সেয়ানে টক্কর এবার আদালতে।

বাকযুদ্ধে একে অপরকে নিশানা অতীত। এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আইন ভঙ্গের মারাত্মক অভিযোগে সরাসরি কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 'নবজোয়া'র কর্মসূচিতে বেরিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিনা অনুমতিতে জাতীয় সড়কে মিছিল করেছেন বলে অভিযোগ তুলেছেন শুভেন্দু অধিকারী।

Advertisment

গত এপ্রিলের শেষ সপ্তাহ থেকে তৃণমূলের 'নবজোয়ার কর্মসূচি'তে রাজ্য সফরে বেরিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গের কোচবিহার থেকে সেই যাত্রায় সূচনা হয়েছে। এরপর 'নবজোয়ার' যাত্রা ক্রমেই আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর হয়ে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে পৌঁছচ্ছে।

নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারীর অভিযোগ যে, চলতি মাসের গোড়ায় ৩৪ নম্বর জাতীয় সড়ক ধরে তিনি পৌঁছেছিলেন মালদায়। এর পরে ওই জাতীয় সড়ক দিয়েই মুর্শিদাবাদ জেলার ফরাক্কায় প্রবেশ করেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সময়ই অভিষেক একাধিক জায়গায় জাতীয় সড়ক আটকে মিছিল করেছেন। ইটাহারেও একই ছবি ধরা পড়েছে। যা আদতে জাতীয় সড়ক আইন বিরুদ্ধ কাজ।

বৃহস্পতিবার শুভেন্দু অধিকারীর আইনজীবীর তরফে হাইকোর্টে জানানো হয়েছে যে, চলতি মাসে ইটাহার এবং ফারাক্কায় জাতীয় সড়কে অনুমতি না নিয়ে অভিষেক মিছিল করেছেন। জাতীয় সড়ক আইন বলছে অনুমতি না নিয়ে কেউ রাস্তা আটকে মিছিল করতে পারে না। তাই আইনভঙ্গকারীর বিরুদ্ধে শাস্তিযোগ্য পদক্ষেপ করা উচিত।

abhishek banerjee Calcutta High Court Naba Joar TMC Suvendu Adhikari bjp tmc
Advertisment